তালা প্রতিনিধি ঃ বুধবার (২৯ জুন) সকালে সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে উপজেলা মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

বে-সরকারী সংস্থা উত্তরণের আয়োজনে, দাতা সংস্থা সিমাভীর সহায়তায় ও নেদারল্যান্ড সরকারের অর্থায়নে নিউ এরিয়া ওয়াশ এসডিজি ওয়াই এসপি বাংলাদেশ প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস। সভায় সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, খলিষখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মফিজুর রহমান, সমাজসেবা অফিসার সুমনা শারমিন, প্রধান শিক্ষক বাবলুর রহমান, মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ। সভায় উত্তরণ ওয়াশ প্রকল্পের পিও (টিএন্ডএ) শেখ রুসায়েদ উল্লাহ, পিও সোহেল রানা, মাঠ কর্মী মুন্না ইসলামসহ ইউপি সচীব, মেম্বর, শিক্ষক, ফেডারেশনের সভানেত্রীগণ, পানি, স্যানিটেশন ও ন্যাপকিন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.