তালা প্রতিনিধি ঃ তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে ২০২১-২০২২ ইং শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্ত দুই শিক্ষার্থী অমিত সাধু ও অনিক রায়কে সংবর্ধণা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের উপস্থিতিতে এ সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম। বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, লক্ষ্মণ চন্দ্র রায়, আশরাফুল ইসলাম, কালিদাস মন্ডল, প্রভাষক আব্দুল সবুর, মোশারফ হোসেন, মশিয়ার রহমান প্রমুখ। সংবর্ধণা অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অমিত সাধু খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নাছিরপুর গ্রামের প্রদীপ সাধুর ছেলে। সে ২৮৬.২৫ টেস্ট স্কোর নিয়ে ৮০তম নিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অনিক রায় চৌধুরী তালা উপজেলার মাগুরা গ্রামের অচিন রায় চৌধুরী ছেলে। সে ৭৪ টেস্ট স্কোর নিয়ে ২৪৪৪ তম নিয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছে।
শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, ‘শিক্ষর্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছরই সফলতা বয়ে নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরও ঢাকা মেডিকেল কলেজে ও খুলনা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী চান্স পেয়েছে। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক। আমরা তাদের সফলতা কামনা করছি।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *