সমাজের আলো : গোলাম রাব্বানী নামে এক ব্যক্তির মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে গলদা, বাগদা ও কার্প জাতীয় মাছসহ বিভিন্ন প্রজাতীর ৩লক্ষ টাকার মাছ মরে নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তালা থানায় মামলা দায়ের করা হয়েছে।গোলাম রাব্বানী দোহার গ্রামের আতিয়ার সরদারের ছেলে। ক্ষতিগ্রস্ত গোলাম রাব্বানী জানান, বাড়ির পাশে মাগুরাডাঙ্গা গ্রামে গলাভাঙ্গা বাজারের পাশে তার মাছের ঘের ও মাছের কাটা রয়েছে। ঘেরে গলদা, বাগদ ও বিভিন্ন প্রজাতীর সাদা মাছ রয়েছে। এদিন সন্ধ্যায় ঘেরে মাছ মরে ভেসে উঠলে বিষ প্রয়োগের বিষয়টি বোঝা যায়। একপর্যায়ে মৎস্য অফিসের পরামর্শে তৎক্ষণাত বিষ প্রতিরোধক ওষুদ প্রয়োগ করাসহ ঘেরের পানি বদল করার ব্যবস্থা করা হয়। তারপরও রাত থেকে শুরু করে বুধবার সকাল পর্যন্ত চিংড়ি ও কার্প জাতীয় প্রায় ৩ লক্ষ টাকার মাছ মরে সাবাড় হয়ে যায়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ঘটনার এজাহার পেয়েছি। বিষয়টি সর্বচ্চো গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।




Leave a Reply

Your email address will not be published.