শেখ সিরাজুল ইসলাম : সাতক্ষীরার তালা উপজেলায় ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত গম প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২১ মার্চ রবিবার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপী ব্লকে সামাজিক দূরত্ব বজায় রেখে গম প্রদর্শনীর মাঠদিবস অনুষ্ঠিত হয়। উক্ত মাঠ দিবসে সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি জনাব বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ। উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যান কুমার পালের সঞ্চালনায় মাঠদিবস অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দক্ষিন এশিয়ার প্রেক্ষাপটে গম একটি লাভজনক ফসল। আধুনিক জাত সম্প্রসারনের মাধ্যমে কৃষক পর্যায়ে গমের আবাদ বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে কৃষি বিভাগ। এর ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কর্তৃক উদ্ভাবিত বারী গম ৩৩ হয়ে উঠতে পারে সম্ভাবনার উৎস্য। ব্লাস্ট রোগ প্রতিরোধী এবং জিংক সমৃদ্ধ এই গমের ফলন বেশি, পাতার দাগ রোগ সহনশীল ও মরিচা রোগ প্রতিরোধী, দানা ঝরে পড়ে না, দানার রং আকর্ষনীয় এবং তাপ সহিষ্ণু। উপযুক্ত পরিবেশে হেক্টরপ্রতি ফলন চার থেকে পাঁচ মেট্রিক টন। প্রদর্শনী চাষী ও আগ্রহী ব্যক্তিবর্গের উপস্থিতিতে কৃষিকে ‘লাভজনক’ করতে সর্বদা কৃষকের পাশে থেকে সেবা প্রদানের আশ্বাসদেন তিনি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *