তালা প্রতিনিধি: তালায় শিশু পাচার প্রতিরোধ ও সুরক্ষায়, জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে এবং কোভিট-১৯ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ইনসিডেন্ট বাংলাদেশ এর আয়োজনে তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ম্যারেজ রেজিষ্ট্রার,কাজী, সামাজিক ও ধর্মীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ততা এবং করণীয় বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। ইনসিডিং বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি ও জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির প্রশাসনিক প্রধান সাকিবুর রহমান বাবলার পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সদস্য সাংবাদিক মোঃ মামুন রেজা, বিবাহ রেজিষ্ট্রার মাওলানা সামছুর রহমান প্রমুখ।
