সমাজের আলো : তালার নগরঘাটা আসাননগর সংগ্রাম অটো রাইসমিলে হামলার ঘটনায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ২ই মে বিকাল ৫টায় নগরঘাটা পুলের বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়।জানাযায় রাইচমিল সংক্রান্ত বিবাদের জেরধরে ২ই মে সকাল ৯টায় নগরঘাটা আসান নগর মোড়ে সংগ্রাম অটো রাইসমিলে নগরঘাটা গ্রামের সৌরভ,মৃত জসিম উদ্দীনের ছেলে সিদ্দিকুর রহমান,নেদু সরদারের ছেলে সাইফুল ইসলাম,মিঠা বাড়ী গ্রামের জাহিদ হোসেন,সংগ্রাম অটো রাইস মিলে প্রবেশ করে মিলের ম্যানেজার আমিনূর কে অকথ্য ভাষায় গালীগালাজ ও মারপিঠ করে।এসময় রাইচমিলের মালিক ইবাদুল ইসলাম প্রতিবাদ করায় উক্ত সন্ত্রাসী গ্রুপ তাকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।এবিষয়ে সংগ্রাম অটো রাইচ মিলের মালিক ইবাদুল ইসলাম বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি লিখিত অভিযোগ ও একটি সাধারন ডায়েরী(জিডি) করেছেন,জিডি নং ৬২,তাং ২/৫/২০২২।উক্ত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে ব্যাবস্হা নিতে সাতক্ষীরা পুলিশ সুপারের হস্হক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।এদিকে সংগ্রাম অটো রাইস মিলে সন্ত্রাসী গ্রুপ কতৃক প্রতিষ্ঠানটির ম্যানেজারকে মারপিঠের ঘটনায়, বাহিনীর বিরুদ্ধে ব্যাবস্হা নেওয়ার দাবীতে নগরঘাটা পুলের বাজারে এলাকাবাসী মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন,উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাকিব ও সংগ্রাম অটো রাইস মিলের মালিক ইবাদুল ইসলাম।এসময় উক্ত সন্ত্রাসী গ্রুপকে গ্রেফতারের দাবী জানান এলাকাবাসী।




Leave a Reply

Your email address will not be published.