তালা প্রতিনিধি : মঙ্গলবার (৫ জানুয়ারী) সকালে তালা উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে মাচা পদ্ধতিতে ব্যবস্থাপনায় ছাগল পালন প্রদর্শনীর আওতায় ১০ জন সিআইজি (কমন ইন্টারেষ্ট গ্রুপ) সদস্যদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের এনএটিপি-২ এর আওতায় উক্ত প্যাকেজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ সন্জয় বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সুফল মন্ডল। এ সময় উপকারভোগি সিআইজি সদস্য ছাড়াও প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ১০ জন সিআইজি সদস্যদের মধ্যে ১ টি করে মাচা, ৮০ কেজি করে ছাগলের খাবার এবং ভিটামিন ও কৃমিনাশক ওষুধ সরবরাহ করা হয়।




Leave a Reply

Your email address will not be published.