সমাজের আলো : সাতক্ষীরার তালায় ভেজাল গরুর দুধ তৈরির জন্য ১০০ কেজি জেলিসহ গৌর শংকর(৪০)ওরফে বাবু ঘোষ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।সে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের চিত্তরঞ্জন ঘোষের ছেলে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার সময় উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি ঈদগাহ সংলগ্ন মসজিদের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক গৌর শংকর ওরফে বাবু ঘোষকে ভ্রাম্যমাণ আদালত ২ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা সেনেট্যারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শরীফ মোঃ আব্দুল মতিন জানান, সোমবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাজরাকাটি ঈদগাহ সংলগ্ন মসজিদের পাশে অবস্থান করছিলেন।এসময় একটি বাইসাইকেলে দুধ পরিবাহনের ক্যানে করে ভেজাল দুধ তৈরির ১০০কেজি জেলিসহ ব্যবসায়ী গৌরি শংকর(বাবু ঘোষ)কে আটক করেন।পরে পুলিশে খবর দিলে শংকর(৪০)ওরফে বাবু ঘোষকে আটক করে দুটি দুধ পরিবাহনের ক্যান ভর্তি জেলিসহ ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস।

উল্লেখ্য একই অপরাধের জন্য গত ১ আগষ্ট শংকর ওরফে বাবু ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করেছিল ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস জানান, এখন থেকে ভেজালকারিদে জরিমানা নয়,জেলে পাঠানো হবে।জরিমানা করে ভেজাল দুধ কারিদের থামানো যাচ্ছে না,কারন এরা প্রচুর অর্থের মালিক,তাই এখন থেকে ভেজাল দুধ তৈরীর উপাদনসহ কারবারিদের আটক করে জেলে পাঠানো হবে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বিষয়টি নিশ্চিত করে জনান,আটক শংকর ওরফে বাবু ঘোষকে মঙ্গলবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *