সমাজের আলো : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও দেশে লকডাউন পরিচালিত হওয়ার কারণে গতবছর দুর্গাপূজা উৎসব ও আমেজের সাথে করতে পারেনি হিন্দু সম্প্রদায়ের মানুষ। তাই এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করতে চলছে জোর প্রস্তুতি।সেই প্রস্তুতির অংশ হিসেবে তালা উপজেলায় ১৮৬টি মন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজার প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা। প্রতিমা তৈরিতে সৌন্দর্য, চাকচিক্য, ভিন্নতার মধ্য দিয়ে সর্বাধিক প্রশংসার অধিকার লাভ করার জন্য উপজেলার প্রতিটি মন্ডপে চলছে প্রতিযোগিতা। খড়, কাদামাটি ও বাঁশের সাহায্যে তাদের নিজস্ব শৈল্পীক সৌন্দর্যের নিখুঁত হাতের ছোঁয়া লাগিয়ে চলছে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আকৃতিদান। দেবী দুর্গার সাথে ধনের দেবী লক্ষ্মী, জ্ঞানের দেবী সরস্বতী, গনেশ, অসুর, মহিষ, কার্তিক, সিংহের মৃন্ময়সহ তৈরী হচ্ছে। বিভিন্ন প্রতিমায় আনা হচ্ছে আধুনিকতার চমক।পঞ্জিকা বলছে, ২০২১ সালে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুরু হবে ১১ অক্টোবর। তার আগে ৬ অক্টোবর মহালয়ায় দেবী পক্ষ। ১১ অক্টোবর ষষ্ঠীতে দুর্গাপুজো শুরু হবে চলবে ১৫ অক্টোবর দশমী পর্যন্ত। এর মধ্যে ১২ অক্টোবর সপ্তমী, ১৩ অক্টোবর অষ্টমী ও ১৪ অক্টোবর নবমী।তালা উপজেলার ২টি থানার অধীন ১২টি ইউনিয়নে মোট ১৮৬টি পূজা মন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইউনিয়ন ভিত্তিক ভাগে ধানদিয়া ইউনিয়নে ১৭টি, নগরঘাটা ইউনিয়নে ০৯টি, সরুলিয়া ইউনিয়নে ১০টি, কুমিরা ইউনিয়নে ১৩টি, খলিষখালী ইউনিয়নে ২০টি, তেঁতুলিয়া ইউনিয়নে ০৮টি, তালা সদর ইউনিয়নে ২২টি, ইসলামকাটি ইউনিয়নে ২০টি, মাগুরা ইউনিয়নে ১০টি, খলিলনগর ইউনিয়নে ২০টি, খেরশা ইউনিয়নে ১৪টি ও জালালপুর ইউনিয়নে ১৩টি পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরীর কাজ।




Leave a Reply

Your email address will not be published.