সমাজের আলো: তালার খেরশা ইউনিয়নের বারীখালি খালে বাধ ও নেট পাটা দিয়ে দখল করে নিয়েছে কিছু প্রভাবশালী মহল। শালিখা নদী ও শালীখা নদীর শাখা খাল বারীখালির মোহনা স্থল বারীখালি ব্রিজের নিচে নেট পাটা দিয়ে খালের একটি বড় অংশ দখল করে দির্ঘদীন মৎস চাষ ও মৎস শিকার করে যাচ্ছে মুড়াগাছা গ্রামের ওলিয়ার। ব্রিজের নিচে ওলিয়ারের দেয়া নেটপাটায় কচরিপানা বেধে খালের পানি সরবরাহ একেবারে বন্ধ হওয়ার উপক্রম। এছাড়াও ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি মহল উন্মুক্ত এই খাল জোর দখল নিয়ে অগনিত স্থানে নেট পাটা দিয়ে খন্ড খন্ড আকারে মৎস চাষ করে যাচ্ছে।একাধিক ব্যাক্তি বলেন আগাগোড়া খালটিতে কমপক্ষে একশটি খন্ড আকারে একশো জায়গায় নেট পাটা দেয়া আছে। খালে আগনিত নেট পাটা ও বাধের ফলে দ্রুত পানি না সরায় বারনবিল সুড়িখালি সহ আশে পাশের কয়েকটি বিলের হাজার হাজার বিঘা জমির ধান ও মাছ চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। শালিখা নদী খননের পর থেকে শালিখা নদীর শাখা বারীখালি খাল বিলের পানি সরবরাহের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। কিন্তু একটি প্রভাবশালী মহল ক্ষমতার জোর খাটিয়ে খালটি পৈতৃক সম্পত্তির মনে করে ইচ্ছেমত ভোগ দখল করে আসছে। এলাকাবাসী বলেন আগাগোড়া খালটিতে নেটপাটা দিয়ে পানির প্রতিবন্ধকতা সৃষ্টির ফলে জোয়ার ভাটার স্রোতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হওয়ায় খালটির নাব্যতা দিন দিন হ্রাস পাচ্ছে। এলাকাবাসি আরো অভিযোগ করেন দখলদারদের কবলে পড়ে খালটি আজ প্রায় মৃত। খালটির নেটপাটা ও বাধ আপসারন করে খালটি অবমুক্ত করার জন্য ভুক্তভোগী এলাকাবাসি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহি অফিসারের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *