সমাজের আলো ঃ সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব মোঃ সজীব খান স্যার ও সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মোঃ সাজ্জাদ হোসেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং তালা থানার অফিসার ইনচার্জ জনাব আবু জিহাদ ফকরুল আলম খান এর নেতৃত্বে এসআই (নিঃ) আবু কাউছার (বিপি-৮৮১৭১৯৯১৫৩), তালা থানা, সাতক্ষীরা (জাতীয় পরিচয় পত্র-৬৮১৬৪৩৭২৫৩৭৯৩) সংগীয় এসআই (নিঃ) মোঃ ইমন হাসান, এএসআই (নিঃ) মোঃ আসাদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রশীদ, সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া তালা থানাধীন জালালপুর ইউনিয়নের চরকানাইদিয়া বিলের জনৈক ফজিয়ার মোল্লার জমির পার্শ্বের নদী কাটা মাটির উচু ঢিবির উপর হইতে ডাকাতীর উদ্দেশ্যে সমবেত হইয়া প্রস্তুতি গ্রহনকালে দৌড়ে পলানোর সময় ১। সুমন শেখ (২৭), পিতা- আঃ গনি শেখ, বান্দিকাটি, ২। সিদ্দিক শেখ (৩৫), পিতা- আকব্বর শেখ, সাং-রাড়–লী, উভয় থানা- পাইকগাছা, ৩। আলমগীর হোসেন মীর (২৮), পিতা-দ্বীন মোহাম্মদ মীর, সাং-গোলনা, থানা-ডুমুরিয়া, সর্ব জেলা-খুলনাদের ১। একটি ৫ ইঞ্চি লম্বা কাঠের হাতল যুক্ত লোহার ছুরি যাহা হাতল সহ লম্বা ২০ (বিশ) ইঞ্চি, ২। একটি লোহার চাপাতি যাহা লম্বা ১২ ইঞ্চি, ৩। একটি লোহার চাপাতি যাহা লম্বা ১৪ ইঞ্চি সহ হাতে নাতে গ্রেফকরেন। আসামীদের বিরুদ্ধে তালা থানার মামলা নং-২৪/১০৮, তারিখ-২৪/০৬/২২ খ্রিঃ, ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হইয়াছে।




Leave a Reply

Your email address will not be published.