সমাজের আলো : আশাশুনি উপজেলার কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসে।ওই স্কুলের প্রধান শিক্ষক দুখিরাম ঢালী জানান, বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে। এরপর অফিসের চারটি আলমারির তালা ভেঙে কাগজপত্রাদি তছনছ করে এবং নগদ ৪ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামালের ক্ষতি করে। বুধবার সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বর ও গণ্যমান্য ব্যক্তিরা বিদ্যালয়ে আসেন। এ ব্যাপারে আশাশুনি থানায় অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, থানার এস আই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এস আই সেলিম জানান, সরজমিনে পরিদর্শন করে থানার অফিসার ইনচার্জকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বলেছি। তদন্ত চলছে।এদিকে চুরির ঘটনায় বিদ্যালয়ে তাৎক্ষণিকভাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অস্থায়ীভাবে প্রহরী নিয়োগসহ চুরি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান প্রধান শিক্ষক দুখিরাম ঢালী।




Leave a Reply

Your email address will not be published.