সমাজের আলো : তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘কট্টর ইসলামিক গোষ্ঠী’ তালেবানের ক্ষমতাগ্রহণে সবচেয়ে বিপাকে পড়তে পারে ভারত। আর আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন ও পাকিস্তান। বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লিকে চাপে রাখতে কাবুল ঘিরে নতুন রাজনৈতিক খেলা শুরু করতে পারে বেইজিং ও ইসলামাবাদ। তবে তালেবান দেশটির ক্ষমতায় আসলেও আফগানদের প্রতি দিল্লির সমর্থন অব্যাহত রাখা উচিত বলে মনে করছেন অনেক ভারতীয়। চলতি সপ্তাহেই আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। এরইমধ্যে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। স্থগিত হওয়ার আশঙ্কায় বিদেশি বিনিয়োগ। চলমান এসব সংকটের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি। তালেবান ক্ষমতায় আসায় কারা লাভবান হচ্ছেন আর ক্ষতিই বা হচ্ছে কাদের তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *