সমাজের আলো: অভিযু্ক্ত কামরুল হাসান হৃদয় চট্টগ্রামের আদালতপাড়ায় কামরুল হাসান হৃদয় নামে এক ভুয়া ব্যারিস্টারকে আটক করেছে আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার বিকেলে তাকে আটক করে সমিতির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে নগরীর কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। শুধু ব্যারিস্টারই নয়, তিনি সাংবাদিক পরিচয় দিয়েও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন, এমন অভিযোগের প্রাথমিক সত্যতাও পাওয়া গেছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, আইনজীবী না হয়েও তিনি ব্যারিস্টার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তার বিরুদ্ধে সমিতিতে অনেক অভিযোগ আসছিল। আজ প্রতারণার সময় তাকে হাতেনাতে ধরে সমিতি অফিসে আনা হয়। তার বিরুদ্ধে প্রতারণার মামলা দিয়ে তাকে কোতোয়ালী থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতারণার অভিযোগে গ্রেপ্তার কামরুলের বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় একটি প্রতারণার মামলা রয়েছে। তার কাছ থেকে ভুয়া ব্যারিস্টার, সাংবাদিক, সম্পাদকসহ অনেক ধরনের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সমিতির পাঠাগার সম্পাদক আলী আকবর সানজিক।




Leave a Reply

Your email address will not be published.