সমাজের আলো : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্থবির জীবনযাত্রা। অফিস-আদালত গণপরিবহন, দোকানপাট বন্ধ। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হতে পারছে না মানুষ। পথে পথে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট। এ অবস্থায় সবচেয়ে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে রাজধানীতে দেশের বিভিন্ন এলাকা থেকে অভাব ও প্রাকৃতিক দুর্যোগে সবকিছু হারিয়ে ছিন্নমূল মানুষেরা ছুটে আসেন। মাথা গোঁজার ঠাঁই খোঁজেন নগরের গড়ে উঠা বস্তিতে। তারা দিনমজুরির কাজ করে সংসার সাজায়।

দিনে হাড়ভাঙা পরিশ্রম করে এক ঘরে গাদাগাদি করে রাতযাপন করেন। কিন্তু মহামারি করোনায় ভালো নেই তারা। সরকার ঘোষিত বিধিনিষেধে ঘরবন্দি জীবনযাপন করছে। কাজ বন্ধ থাকায় ছেলেমেয়ে নিয়ে দুশ্চিন্তায় কাটছে দিন। গতবছরের লকডাউনে বিভিন্ন সাহায্য-সহযোগিতা পেলেও এইবার মিলছে না কারও দেখা। বিভিন্ন এনজিও ও সরকারি সংস্থা থেকে বার বার তাদের নামের তালিকাভুক্ত করলেও শেষ পর্যন্ত আর কোনো খবর নেই কারও। নামের তালিকাতেই আটকে রয়েছে সাহায্য পাওয়ার আশা। এমন অসহনীয় জীবনযাপন না করে তারা নিজেদের পেটের ক্ষুধা মিটাতে চান। করোনায় দফায় দফায় লকডাউন বাড়ালেও তাদের পেটের ক্ষুধা দেখার মতো নেই কোনো সংশ্লিষ্ট মহল। গত বছরের লকডাউনে সরকারি, বেসরকারি সংস্থাগুলোর পাশাপাশি ত্রাণ কার্যক্রমে সক্রিয় ছিল ব্যক্তি উদ্যোগও। কিন্তু চলমান মহামারিতে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ায় এনজিও সংস্থাগুলো গতবারের মতো কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ব্যক্তি উদ্যোগও নেই চোখে পড়ার মতো। এমনকি গত বছর দুস্থদের মাঝে গাড়ি নিয়ে খাবার বিতরণ করেছে আইনশৃঙ্খলা বাহিনীগুলোও। এ বছর তাও দেখা যাচ্ছে না।




Leave a Reply

Your email address will not be published.