সমাজের আলো :  স্বার্থের সংঘাত এড়াতে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন সৌরভ গাঙ্গুলি। ইন্ডিয়ান সুপার লিগের (আইসিএল) শুরু থেকেই এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, কেউ একইসঙ্গে একাধিক পদে বহাল থাকতে পারবেন না। তাই বিসিসিআই সভাপতির দায়িত্বে থাকা থাকা সৌরভ গাঙ্গুলি জনপ্রিয় এই ফুটবল ক্লাবের দায়িত্ব ছাড়লেন।সম্প্রতি এটিকে মোহনবাগানের মালিক আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা আইপিএলে লখনৌ ফ্র্যাঞ্জাইজি কিনেছেন। অন্যদিকে সৌরভ এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। তাই সৌরভের পক্ষে সঞ্জীবের কোনও দলের সঙ্গে যুক্ত থাকা মানে স্বার্থের সংঘাত তৈরি হওয়া। ‌তাই ‘স্বচ্ছতা’ বজায় রাখতে সৌরভ এই পদক্ষেপ নিচ্ছেন বলে জানা যায়।২৫ অক্টোবর দুবাইয়ে আগামী আইপিএলে নতুন দুটি দল পাওয়ার জন্য নিলাম হয়। লখনৌ ফ্র্যাঞ্জাইজি কিনে নেয় আরপিএসজি (আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ) আর সিভিসি গ্রুপ কিনে নেয় আহমেদাবাদ ফ্র্যাঞ্চাইজি।আরপিএসজির ভাইস চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান ক্লাবের মালিক। আর সেই মোহনবাগানের পরিচালক হচ্ছেন সৌরভ। এমন অবস্থায় একাধিক পদে থাকার বিতর্ক ছড়িয়ে পড়ে। এ কারণে মোহনবাগান থেকে স্বেচ্ছায় পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক।এর আগেও একইসঙ্গে একাধিক পদে দায়িত্ব পালন করেছেন সৌরভ। ভারতের সাবেক এই অধিনায়ক ২০১৯ সালে একইসঙ্গে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (ক্যাব) সভাপতি এবং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের উপদেষ্টা ছিলেন। এছাড়া টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবেও কাজ করতেন তিনি।এদিকে দলের পদ ছেড়ে দেওয়ায় মোহনবাগান ক্লাব এবং সমর্থকদের উপর কোনও প্রভাব পড়বে কিনা সেটাই এখন দেখার বিষয়।




Leave a Reply

Your email address will not be published.