সমাজের আলো ঃ সাতক্ষীরার কলারোয়ায় দিজলা ফাউন্ডেশান নামের একটি এনজিও এর প্রধান
কার্যালয় দেখিয়ে কয়েক হাজার গ্রাহকদের নিকট থেকে কয়েক কোটি টাকা নিয়ে আত্নসাৎ করার অভিযোগ উঠেছে। উপজেলার গোপীনাথপুরে প্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ ও সঞ্চয় আদায়কারী প্রতিষ্ঠানটি উপজেলার অসহায় ও দরিদ্র গ্রাহকদের

সঞ্চয়ের টাকা ও এফডিআরের টাকা ফেরৎ না দিয়ে আত্মসাৎ করার চেষ্টায় গ্রাহকদের সাথে বিভিন্নভাবে তালবাহানা শুরু করেছে ওই ফাউন্ডেশানের চেয়ারম্যান মাও: আবু জাফর ও শাখা ম্যানেজার আজিজুল ইসলাম। অথচ তাদের এসব টাকা ফেরত দেওয়ার কথা ছিলো ২০২০ সাল থেকে। সেই থেকে গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে অফিসের কাগজপত্র নিয়ে ম্যানেজার পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যে সকল মাঠ কর্মীরা চাকুরী ছেড়ে গাঁ ঢাঁকা দিয়েছেন। তাছাড়া এখনও পর্যন্ত বিভিন্নভাবে প্রতারণা করে বিভিন্ন লোকজনের
নিকট থেকে সঞ্চয় ও এফডিয়ারের নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে তারা।

সোমবার (১১ এপ্রিল) সরেজমিনে গেলে, বন্ধ থাকা অফিসের সামনে দাড়িয়ে থাকা গ্রাহক সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের আ: গফ্ধসঢ়;ফার মোল্লার ছেলে খায়রুল ইসলাম বলেন, আমার মাসে লাখে ১১০০ টাকা দেবে বলে ৭ লক্ষ টাকা কয়েক মাস আগে নিয়েছে। এক মাস লাভের টাকা দেওয়ার পর তাদের আর কোন খবর পাচ্ছি না। অফিসে এসে কাউকে পাওয়া যায় না। আমি এই টাকা না পাওয়ার কারণে
আমার মেয়েটা বিয়ে দিতে পারছি না। এদিকে লাখে মাসে ১২০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একইভাবে উপজেলার দেয়াড়া গ্রামের বজলে সানার নিকট থেকে ৮ লক্ষ টাকা, লালবানুর নিকট থেকে ৩ লক্ষ টাকা, আ: মমিনের ছেলে কামরুলের নিকট থেকে ৫ লক্ষ টাকা, একই ইউনিয়নের পিছলাপুর গ্রামের মৃত: আজিজার রহমানের মেয়ের নিকট থেকে ৪ লক্ষ টাকা, কদবানুর নিকট থেকে ১ লক্ষ টাকা, নাজেমের স্ত্রী শাহিদার নিকট থেকে ২ লক্ষ টাকা, জালালাবাদ ইউণিয়নের ফয়জুল্লাহপুর গ্রামের আ: বারীর নিকট থেকে ২ লক্ষ
টাকা ও বাঁটরা গ্রামের থেকে ২০ লক্ষ টাকা কেরালকাতা ইউণিয়নের নাকিলা গ্রামের মাষ্টার আ: আলীমের নিকট থেকে ১ লক্ষ টাকা, কয়লা ইউণিয়নের কয়লা গ্রামের আরিজুলের স্ত্রী পারুলের নিকট থেকে ৩ লক্ষ টাকা। এভাবে জেলা ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে গ্রাহকদের নিকট থেকে কয়েক কোটি টাকা আত্নসাৎ করেছেন ভুক্তভোগিরা জানান। তুজুলপুর গ্রামের মৃত সোহারাব আলী মোড়লের ছেলে জিয়ারুল বলেন, ছয় বছর পূর্বে মাসে ২শত টাকা করে ডিপিএস এর টাকা বাড়ি গিয়ে নিয়ে আসতো ওই ফাউন্ডেশনের লোকজন এবং আমি নিজে অফিসে গিয়ে ৯ হাজার টাকা সঞ্চয় রেখে ছিলাম।




Leave a Reply

Your email address will not be published.