সমাজের আলো: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গা ঘেঁষে কুমিল্লার চান্দিনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের পশ্চিম বেলাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। আজ শনিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর সারিতে দাঁড়ানো ভোটারদের কাছে ভোট চাওয়া শুরু করেন ছয় সাধারণ কাউন্সিলর প্রার্থী। এতে ভোটাররা বিরক্ত প্রকাশ করেন। নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে এলে ছয় প্রার্থীকে এক জায়গায় করা হয়। এরপর ভোটকেন্দ্রের মাঠে নিচু টেবিলে একত্রে বসতে দেওয়া হয়। দিনভর তাঁরা সেখানেই বসা। ওই ছয় প্রার্থী হলেন পানির বোতল প্রতীকের প্রার্থী কামাল হোসেন, টেবিল ল্যাম্প প্রতীকের আবদুস ছামাদ, ডালিম প্রতীকের বাচ্চু মিয়া, পাঞ্জাবি প্রতীকের মনির হোসেন, গাজর প্রতীকের সাহাবউদ্দিন ও উটপাখি প্রতীকের আরিফুর রহমান। এর মধ্যে বিএনপি–সমর্থিত কামাল টানা দুই মেয়াদের কাউন্সিলর। এলডিপি–সমর্থিত ছামাদ দুই মেয়াদের কাউন্সিলর ও বাচ্চু মিয়া ইউনিয়ন পরিষদ থাকা অবস্থায় সাধারণ সদস্য (মেম্বর) ছিলেন। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, নির্বাচনে ভোটার আনা–নেওয়াকে কেন্দ্র করে কাউন্সিলর প্রার্থীরা উত্তাপ ছড়াচ্ছেন। ভোট কেন্দ্র্রে সাধারণ কাউন্সিলর প্রার্থী ও তাঁদের অনুসারীরা যেন কোনো ধরনের ঝামেলা করতে না পারেন, সে জন্য এখানে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.