তালা প্রতিনিধি ঃ বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় বন্যায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৪৪০পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ২৮ জুলাই (বৃহস্পতিবার) দিরাই বালুর মাঠে Humanitarian assistance to the most flood affected unreachable population প্রকল্পের আওতায় নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। উত্তরণ কর্মকর্তা তীর্থ কুমার দে’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিটন দাস। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইশরাত জাহান। ক্রিশ্চিয়ান এইডের প্রজেক্ট সাপোর্ট অফিসার ছন্দা রানী, ফিন্যান্স অফিসার মোঃ ফারুক, উত্তরণের ফিন্যান্স অফিসার মোঃ মনিরুজ্জামান, মোঃ তবিবুর রহমানসহ প্রকল্পের অংশগ্রহণকারীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৪৪০ পরিবারকে নগদ ৪ হাজার ৫শত টাকা করে সহায়তা প্রদান করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *