সমাজের আলো: সাধারণতন্ত্র দিবসের দুপুর থেকে সন্ধ্যা চারঘণ্টা ধরে দিল্লিতে তাণ্ডব চালানো ট্রাক্টর বাহিনীর নেপথ্যে কারা ছিল এই নিয়ে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়েছে। কৃষি বিল এর বিরুদ্ধে আন্দোলনরত কৃষক সংগঠনের নেতা রাকেশ টিকাইত বলেছেন, যারা তাণ্ডব চালিয়েছেন, লালকেল্লা পর্যন্ত ট্রাক্টর নিয়ে গিয়ে সেখানে পতাকা টাঙিয়েছেন, পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন তারা তাদের সংগঠনের লোক নয়। এরা কারা, কোথা থেকে এলেন তিনি জানেন না। কারণ, কৃষক সংগঠন মনে করে শান্তির কোনো বিকল্প হতে পারে না। তাই তাদের প্রতিবাদ তারা শান্তিপূর্ণ রাখতে চেয়েছিলেন। পশ্চিমবঙ্গের কৃষক নেতা হাম্নান মোল্লার ধারণা, কৃষক আন্দোলনকে বদনাম করতে দিল্লির মোদি সরকারের এটি একটি চাল। বাইরের লোক ঢুকিয়ে আন্দোলনকে হিংসাত্বক করে কৃষক সংগঠনের ওপর দায় চাপানোর চেষ্টা। নবনীত সিং বলে চব্বিশ বছরের যে তরুণ কৃষক আইটিওর কাছে দুর্ঘটনায় মারা গেছে সে কৃষক আন্দোলনে ছিল না বলে সংগঠন নেতাদের বক্তব্য। আন্দোলনকারী কৃষকরা অবশ্য দাবি করেছে যে পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের পশ্চিম অংশের বাসিন্দা নবনীতের। মোদি সরকারের বিরুদ্ধে সারা ভারত জুড়ে বিরোধীরা অভিযোগ জমাচ্ছে যে, তারাই কৃষকদের ট্রাক্টর আন্দোলনকে হিংসাত্মক করার ছক করেছিল।।




Leave a Reply

Your email address will not be published.