তালা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার তালা উপজেলা সদর থেকে ১০ কিঃমিঃ দক্ষিনে অবস্থিত খেশরা ইউনিয়নের শালিখা গ্রাম । এখানে যুগের পর যুগ কেটে গেলেও শালিখা মোড় থেকে শালিখা কলেজ পর্যন্ত ৭৫০ মিটার রাস্তা পিচের মুখ দেখেনি কখনো । অথচ, এই রাস্তা দিয়ে মুড়াগাছা, হরিহর নগর, শাহপুর, কলাগাছি, কুলপোতা, রাজাপুরসহ কয়েকটি গ্রামের হাঁজার হাঁজার মানুষ যাতায়াত করেন প্রতিদিন । বর্ষা মৌসুমে শালিখা কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ চলাচলকারী মানুষ সীমাহীন দুর্ভোগের স্বীকার হন । প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার স্বীকার হন পথচারীরা। কৃষকের ধান মাছসহ সব ধরনের পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে এই রাস্তাটি হয়ে ওঠে মরণ ফাঁদ। এই রাস্তাটি পাকাকরণ এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। হাঁজার হাঁজার মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে তালা-কলারোয়ার মাননীয় সাংসদ এ্যাডঃ মুস্তফা লুৎফুল্লাহ’র অনুকুলে প্রাপ্ত অর্থ থেকে ঐ রাস্তা পাকাকরণের জন্য ৬১ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। রাস্তাটির নির্মাণ কাজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান কোমল ট্রেডার্স। ২১ এপ্রিল ২০২১ ইং তারিখ ঠিকাদার রাস্তা নির্মাণ কাজ শুরু করেছেন। আজীবন অবহেলিত এই রাস্তাটির নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এলাকার গুরুত্বপূর্ণ এই রাস্তাটির নির্মাণ কাজ কোন প্রকার অনিয়ম দুর্নীতি ছাড়াই সঠিকভাবে সম্পন্ন করার জন্য জোর দাবি এলাকাবাসীর।




Leave a Reply

Your email address will not be published.