সমাজের আলো ঃ ছাত্রলীগের কর্মসূচিতে না যাওয়ায় স্নাতক চতুর্থ বর্ষের কিছু ছাত্রীকে আবাসিক হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা। ওই হুমকির একটি অডিও রেকর্ড গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে ক্ষমাও চেয়েছিলেন তিনি। এবার সেই অডিও ভাইরাল (ছড়িয়ে দেওয়া) করার বিষয়ে স্বীকারোক্তি আদায়ে দুই ছাত্রীকে মানসিক নির্যাতন করেছেন তামান্না।

নির্যাতনের একপর্যায়ে কথামতো স্বীকারোক্তি না দিলে তাঁদের বিবস্ত্র করে সেই ভিডিও অনলাইনে ভাইরাল (ছড়িয়ে দেওয়া) করার হুমকি দিয়েছেন তামান্না জেসমিন। গতকাল মঙ্গলবার ইডেন কলেজের রাজিয়া বেগম ছাত্রীনিবাসের একটি কক্ষে সাড়ে ছয় ঘণ্টা নির্যাতনের পর ওই দুই ছাত্রী তামান্নার কথামতো স্বীকারোক্তি দিতে বাধ্য হন৷ খবর পেয়ে ছাত্রীনিবাসটির প্রাধ্যক্ষ নারগিস রুমা ওই কক্ষে গিয়ে দুই ছাত্রীকে উদ্ধার করেন।

উদ্ধারের পর ইডেন কলেজের শিক্ষক ও কলেজ শাখা ছাত্রলীগের কিছু নেতা-কর্মী ওই দুই ছাত্রীর মুখ থেকে ঘটনা শোনেন৷ সেই মুহূর্তের একটি ভিডিও ক্লিপ প্রথম আলোর হাতে এসেছে। ভিডিওতে দেখা গেছে, শিক্ষক ও ছাত্রলীগ নেত্রীরা দুই ছাত্রীকে নানা ধরনের আশ্বাস দিয়ে ঘটনা শোনার চেষ্টা করছেন।

একপর্যায়ে ভুক্তভোগী এক ছাত্রী বলেন, আগে যে অডিও ফাঁস হয়েছিল, তার ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মিথ্যা বলে তাঁদের কাছে স্বীকারোক্তি চেয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন। তামান্না আরও স্বীকারোক্তি দাবি করেন, অডিও রেকর্ডটি তাঁরা (দুই ছাত্রী) কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি সুমনা মীমের নির্দেশে করেছিলেন।

এসব স্বীকোরোক্তি না দিলে তাঁদের বিবস্ত্র করে সেই ভিডিও অনলাইনে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন তামান্না। তখন বাধ্য হয়েই তামান্নার লিখে দেওয়া স্বীকারোক্তিটি তাঁরা পড়েন। তামান্না ও তাঁর সহযোগীরা তা মুঠোফোনে ধারণ করেন।




Leave a Reply

Your email address will not be published.