সমাজের আলো : দুই জেলার মালিকদের রেষারেষিতে যশোর-সাতক্ষীরা সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও এ বিষয়ে প্রশাসন কিছু করতে পারেনি। ফলে যশোরের মালিকদের বাস যশোরের মধ্যে আর সাতক্ষীরার মালিকদের বাস সাতক্ষীরার মধ্যে চলাচল করছে। এক বাস থেকে নেমে আরেক বাসে উঠতে হচ্ছে আরেক জেলায় যেতে হলে।যশোরের আন্তঃজেলা বাস সিন্ডিকেট মালিক সমিতির সড়ক সম্পাদক আমির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে যশোরের বাস সাতক্ষীরা হয়ে কালিগঞ্জ পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। সাতক্ষীরা টার্মিনাল থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে যশোরের বাস। এতে যশোরের বাস ক্ষতির মুখে পড়েছে।

আর সাতক্ষীরার মালিকদের অভিযোগ, যশোর বাস টার্মিনাল থেকে সাতক্ষীরার বাসগুলোকে সন্তোষজনক ট্রিপ দেওয়া হয় না। এ কারণে গত ১৮ নভেম্বর থেকে তারা আর যশোরে বাস চালাচ্ছেন না।তবে উভয়পক্ষ এই সমস্যার সমাধান চেয়েছে।সরেজমিন দেখা গেছে, যশোর থেকে আসা বাসগুলো বাগআঁচড়ায় যাত্রী নামিয়ে দিচ্ছে আর সেখান থেকে সাতক্ষীরার যাত্রীরা ছোট বাহনে ও হেঁটে বেলতলা বাজারে গিয়ে সাতক্ষীরার বাসে উঠছেন।একইভাবে সাতক্ষীরা থেকে আসা বাসগুলো বেলতলা বাজারে যাত্রী নামিয়ে দিচ্ছে আর সেখান থেকে যশোরের যাত্রীরা ছোট বাহনে ও হেঁটে বাগআঁচড়া গিয়ে যশোরের বাসে উঠছেন।যাত্রীদের অভিযোগ, এক বাস থেকে নেমে আরেক আরেক বাসে উঠতে তাদের সময় নষ্ট হচ্ছে এবং বেশি খরচ হচ্ছে।সমস্যা সমাধানের জন্য প্রশাসন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরার ডিসি মো. হুমায়ুন কবির।তিনি বলেন, ইতোমধ্যেই যশোরের প্রশাসনের সঙ্গে তার কথা হয়েছে। অচিরেই তারা বাসমালিকদের সঙ্গে বসে সমস্যার সমাধান করবেন।




Leave a Reply

Your email address will not be published.