সমাজের আলো : হেরোইন উদ্ধারের মামলার তদন্তে গরমিল থাকায় মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই কায়সার হামিদ ও মামলার বাদী এসআই মিরাজ হোসেনকে (শরীয়তপুরের সখিপুর থানায় কর্মরত) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৩শে আগস্ট তাদেরকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছে। বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোওয়ার কাজলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী ছিলেন মো. মতিউর রহমান, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান জানান, মামলার কেমিক্যাল রিপোর্টে দেখা যায়, ৭১.২৫ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। অথচ চার্জশিট, এফআইআর এবং জব্দ তালিকায় উল্লেখ করা হয়েছে মাত্র ১০ গ্রাম। বিষয়টি দেখে আদালতের খটকা লাগে। তখন আদালত এ আদেশ দেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *