সমাজের আলো : কোচ রাসেল ডমিঙ্গোকে সঙ্গে নিয়ে উইকেট পরীক্ষা করছেন সাকিব আল হাসান। ছবি-রোহেত রাজীব।মাহমুদুল্লাহ রিয়াদরা যখন প্রস্তুতি নিচ্ছিলেন অনুশীলনে নামার, তখন উপুড় হয়ে উইকেট বোঝার চেষ্টা করছিলেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। সঙ্গী টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গোও। বাঁ হাতি স্পিনার সাকিব টোকা দিয়ে বুঝার চেষ্টা করছিলেন, উইকেটের আচরণ কেমন হবে? এক-দুবার কোচের সঙ্গেও কথা বলেন সাকিব। এরপর ধীরলয়ে যোগ দেন অনুশীলনে।গতকাল মঙ্গলবার (৩১ আগস্ট) বিকালে দেখা গেল এই চিত্র।বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ সিরিজের পাঁচ ম্যাচের প্রথমটি আজ বুধবার মাঠে গড়াবে বিকাল ৪টায়। তার আগেই দুই দলের ক্রিকেটাররাও চিন্তিত উইকেটের আচরণ কেমন হবে সেটি ভেবে। অস্ট্রেলিয়া এক সময় ছিল অপরাজেয়। কিন্তু ঘরের মাঠে টাইগারা ধীরলয়ের উইকেটের সুচারু ব্যবহারে বিধ্বস্ত করে অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সেই সিরিজে ‘সিরিজসেরা’ হন সাকিব আল হাসান।অজিদের বিরুদ্ধে সেই সিরিজে সাকিব আল হাসান ছুঁয়েছেন এক অনন্য মাইলফলক। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ১০০০ রান করার মাইলফলক অর্জন করেছেন।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাট হাতে ১১৪ রানের পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৭ উইকেট। শেষ ম্যাচে একাই নিয়েছেন ৪ উইকেট। ১০০০ রানের গন্ডি তিনি অনেক আগেই পার করেছেন। কিন্তু এই ৭ উইকেট নেওয়ায় সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট প্রাপ্তির মাইলস্টোন স্পর্শ করেন।সাকিব আল হাসান মাঠে নামা মানেই কোনো না কোনো রেকর্ডের হাতছানি।




Leave a Reply

Your email address will not be published.