সমাজের আলো : সিলেটের গোয়াইনঘাট একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণ পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও বাকি দুজন ওই নারীর শিশুসন্তান। আর আহত ব্যক্তি ওই নারীরনিহতরা হলেন আলিমা বেগম (৩০) ও তার দুই সন্তান মিজান (১০) এবং তানিশা (৩)। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আলিমা বেগমের স্বামী হিফজুর রহমান। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পেশায় দিনমজুর হিফজুর রহমানের নিজের কোনো সম্পদ না থাকায় মামার বাড়িতে মায়ের তরফে পাওয়া জমিতে মাটির একটা ঘর করে স্ত্রী আর দুই সন্তান নিয়ে থাকেন। এই ভাঙা ঘরেই গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় অথবা আজ বুধবার ভোরে ঢুকে পড়েন দুর্বৃত্তরা। হিফুজরের স্ত্রী ও দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করে তারা। কোপানো হয় হিফুজরকেও। তবে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। আজ বুধবার সকালে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, জমি সংক্রান্ত বিরোধের কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আহত হিফজুর কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ। তবে হিফজুরের আহত হওয়ার ধরণ দেখে তিনি নিজেই অথবা কারও সহযোগিতা নিয়ে এই কাণ্ড করে থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদ ও পুলিশ সুপার মো. ফরিদউদ্দিন।প্রতিবেশীরা জানান, দরজার সিটকিনি খোলাই ছিল। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে তিনজনের গলা কাটা মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে গোয়াইনঘাট থানার এসআই মহসিনের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতালে পাঠায়। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ রয়েছে।




Leave a Reply

Your email address will not be published.