সমাজের আলোঃ চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য স্থানান্তর করার সময় দুর্ঘটনায় এক বিদেশি নাবিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত নাবিকের নাম কাতালান এলমার (৪২)। তিনি ফিলিপাইনের নাগরিক। বন্দর ও পুলিশ সূত্র জানায়, সিঙ্গাপুরের পতাকাবাহী ‘এমভি হান ই’ জাহাজটি বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে ইন্দোনেশিয়ার বন্দর থেকে গত ২৬ এপ্রিল বন্দরে পৌঁছায়। বন্দরের তিন নম্বর ডলফিন অয়েল জেটিতে রেখে জাহাজটি থেকে ক্রেন দিয়ে পাশে রাখা আরেকটি ছোট জাহাজে ভারী পণ্য স্থানান্তর করা হচ্ছিল। গতকাল সকালে পণ্য স্থানান্তরের সময় পণ্যের সঙ্গে ধাক্কা খেয়ে কাতালান এলমার গুরুতর জখম হন। জাহাজটির স্থানীয় প্রতিনিধি কিউএনএস শিপিংয়ের একজন কর্মকর্তা বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর গতকাল দুপুরে দ্রুত ওই নাবিককে চট্টগ্রামের আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন প্রক্রিয়া শেষ হওয়ার পর নিহত নাবিককে ফিলিপাইনে পাঠানো হবে। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, দুর্ঘটনার ঘটনায় গতকাল রাতে অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *