আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি : দেবহাটার টাউনশ্রীপুরে পানি নিষ্কাশনের জন্য ¯øুইচ গেটের ডালা খুলে দিয়েছে এলাকাবাসী। গত কয়েকদিনের প্রবল বর্ষনে ঐ এলাকায় জলাবদ্ধতার কারনে পানি সরার পথ না থাকায় ফসলি জমি ও মৎস্য ঘের রাস্তাঘাট পানির নীচে তলিয়ে থাকার কারনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে ঐ এলাকা মানুষ। যার কারনে বুধবার সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে এলাকাবাসী টাউনশ্রীপুর ¯øুইচ গেটের পাটার ডালার দড়ি খুলে দিয়ে পানি নিষ্কাশনের পথ উন্মুক্ত করে। দেবহাটা সদর ইউনিয়নের ইউপি সদস্য শরিফুল ইসলাম ও ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু এলাকাবাসীকে সাথে নিয়ে ঐ গেটের ডালা খুলে দেন। এরাকাবাসী জানায়, টাউনশ্রীপুর গেটের দায়িত্বে রয়েছে কোরমপুর গ্রামের এক ব্যক্তি। সে কোন কাজ করেনা শুধুমাত্র সরকারী টাকা তুলে নিজের মত চলছেন। এই গেটটির উপরে হাজারো মানুষের ভাগ্য নির্ধারিত। অধিকাংশ মানুষ মৎস্য চাষ ও ধান চাষাবাদের উপর জীবিকা নির্ভরশীল। কিন্তু গত কয়েকদিনের প্রবল বর্ষনে ঘলঘলিয়া, টাউনশ্রীপুর, চর শ্রীপুর, চররহিমপুরসহ কয়েকটি গ্রাম পানির নীচে তলিয়ে ঐ গেট খালাসি কোন কাজ করেনা। সে ঠিকমতো পাটা উঠানো বা নামানোর কাজ করেনা। তাকে অধিকাংশ সময় খুজে পাওয়া যায়না। তাই ঐ জলাবদ্ধতা দুর করার জন্য বুধবার সকালে ইউপি সদস্য শরিফুল ইসলাম ও ইউপি সদস্য মাহবুবুর রহমান বাবলু এলাকাবাসীকে সাথে নিয়ে ঐ গেটের ডালা খুলে দেন। দেবহাটা উপজেলা সদরের দেবহাটা, সখিপুর, পারুলিয়া এই তিনটি ইউনিয়নের পানি নিষ্কাশনের জন্য একটি খাল আছে। আর সেই খালটি সরকারিভাবে জনৈক আব্দুল আলিম ইজারা নেওয়ার ফলে পানি নিষ্কাশনের বাধা সৃষ্টি হচ্ছে এতে সাধারন মানুষ ভোগান্তিতে পড়েছে। উপজেলার নিচু এলাকাগুলো পানিতে ডুবে যাওয়ার কারনে লক্ষ লক্ষ টাকার মৎস্য নষ্ট হয়ে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। অনেক ফসলি জমির ধান ও রাস্তাঘাট পানির নীচে তলিয়ে আছে। অনেক কাচা ঘরবাড়ি ভেঙ্গে গিয়ে মানুষেরা ঘরছাড়া হয়েছেন। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান সঠিক হিসাব করা না গেলেও আনুমানিক কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীর ধারনা। পারুলিয়া, সখিপুর ও দেবহাটা এই তিনটি ইউনিয়নের পানি সরার জন্য টাউনশ্রীপুরে যে ¯øুইচগেটটি আছে গত বন্যার সময় উক্ত গেটটি ভেঙ্গে গেলে দেবহাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর গাজী সেসময় ভাঙন রোধের জন্য নিজ উদ্যোগে লোক নিয়োগ করে মাটি ও বালি ভরাটের ব্যবস্থা করে সেসময় ভাঙ্গন রোধ করেন। গেটটির ভিতর একটি ডালা নষ্ট হয়ে যাওয়ার কারনে অতি দ্রæত উক্ত ডালাটি মেরামত বা নতুন ডালার ব্যবস্থা গ্রহন করার জন্য এলাকাবাসী পাউবোসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *