আশরাফুল ইসলাম : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে বৃহষ্পতিবার ৭ ডিসেম্বর, ২৩ ইং সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ঔষধ হস্তান্তর করা হয়েছে। এ্যামেরিকিয়ারস এর অর্থায়নে থ্রিডিং লোকাল রিপ্রেজেন্টেটিভ প্রকল্পের আওতায় দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গরীব ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা সুনিশ্চিতকরনে এই ঔষধগুলো বিতরন করা হয়। গ্রামীন মানুষের স্বাস্থ্য সেবা উন্নতিকল্পে ঐ প্রকল্পের মাধ্যমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঔ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম সাখাওয়াত হোসেন, দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর ও আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন আশার আলোর প্রজেক্ট অফিসার শেখ ইকবাল হোসেন, হিসাব রক্ষক ফজলুল হক ও স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম, ফজলু হক ও রবিউল ইসলাম। জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে আশার আলোর বাস্তবায়নে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ও কুলিয়া ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারন মানুষকে স্বাস্থ্য সেবা দিতে সবধরনের সুযোগ সুবিধাগুলো বিনামূল্যে প্রদান করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published.