দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর আয়োজনে ও এ্যামেরিকিয়ারস ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় স্বাস্থ্যসেবার উন্নয়ন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সনাক্তকরন বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৩আগষ্ট, ২৩ ইং বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রকল্প এলাকা কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নের মোট ৭টি কমিউনিটি ক্লিনিকের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহনে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উক্ত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন আশার আলোর নির্বাহী পরিচালক জাতীয় যুব পুরষ্কারপ্রাপ্ত আবু আব্দুল্লাহ আল আজাদ। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএফপিও ডাঃ পলাশ দত্ত ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব হাসান বাধন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাসপাতালের এইচটি আব্দুল্লাহ গাজী, এ্যামেরিকিয়ারসের রিপ্রেজেন্টেটিভ জয়ন্ত কুন্ডু, প্রকল্প সমন্বয়কারী ডাঃ জি.এম ইমতিয়াজ আহম্মেদ, প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন, আশার আলোর হিসাবরক্ষক ফজলুল হক, আশার আলোর স্বাস্থ্য কর্মী রবিউল ইসলাম, রবিউল পাড়, ফাহমিদা সুলতানা বৃষ্টি, আল আমিন, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, শেফালি পারভীন, ফজলু প্রমুখ। ওরিয়েন্টেশনে ৩০ জন স্বেচ্ছাসেবকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তাগস অংশগ্রহন করেন। এসময় স্বাস্থ্য সেবা সাধারন মানুষের দোরগোড়ায় পৌছাতে সরকার যে সিদ্ধান্ত গ্রহন করেছে সেটা বাস্তবায়ন ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সকল প্রকারের সেবামূলক কাজ সকলে একযোগে করার আহবান জানানো হয়।




Leave a Reply

Your email address will not be published.