আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় ভ্রাম্যমান আদালতে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করায় মাক্স না পরা এবং সামাজিক দূরত্ব না মানায় ইউএনও এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাতক্ষীরা জেলাসহ সীমান্ত এলাকার কয়েকটি জেলায় করোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। কিন্তু মানুষের ভিতর সেই সচেতনতাবোধ এখনো তৈরি হয়নি। বুধবার ২ জুন, ২০২১ সকাল ১১ টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার উপজেলার সখিপুর, পারুলিয়া, কুলিয়াসহ বিভিন্ন বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় মাক্স না পরা এবং সামাচিক দূরত্ব না মানায় বিভিন্ন দোকানদার ও সাধারন মানুষদেরকে নিকট থেকে নগদ ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও তাছলিমা আক্তার বলেন, বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার বিভিন্নভাবে সাধারন মানুসকে সচেতন করে ও বিভিন্ন পদক্ষেপ গ্রহন করে এই করোনা মোকাবেলায় কাজ করছে। ইউএনও বলেন, ইতিমধ্যে দেবহাটা উপজেলার সীমান্ত বরাবর বিভিন্ন বাজারে পথসভা ও মাইকিং করে ভারত থেকে যাতে কেউ অবৈধভাবে আসতে না পারে সেবিষয়ে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে সাথে সাথে বিজিবিকে কঠোরভাবে এ বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। ইউএনও তাছলিমা আক্তার বলেন, আসুন সকলে মিলে ভয় না পেয়ে সতর্কতার সাথে এই মহামারিকে মোকাবেলা করি এবং নিজেদের সাথে সাথে পরিবার ও দেশকে বাচাই। এই ধরনের ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে বলে তিনি জানান।




Leave a Reply

Your email address will not be published.