আশরাফুল ইসলাম, দেবহাটা : দেবহাটায় একদিনে করোনায় ২ মুত্যুসহ পজিটিভ ১৪ জন। বুধবার (২৩ জুন, ২১) পর্যন্ত মৃত্যু মোট ৯সহ আক্রান্ত মোট ২৬৮ জন। এছাড়া হোম আইসোলেশনে আছেন ১৩১ জন। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা যেন যেকে বসেছে। কিছুতেই পিছু হঠছেনা এই মরনব্যাধি মহামারী করোনা। চলমান ৩ সপ্তাহ যাবৎ লকডাউন চলছে সাতক্ষীরা জেলাব্যাপী। কিন্তু কিছুতেই লাগাম টেনে ধরা যাচ্ছেনা করোনা মহামারির। বুধবার করোনা আক্রান্ত হয়ে সখিপুর সরকারী কেবিএ কলেজের অফিস সহকারী মামুন ইসলাম মাওলা (৪৬) সাতক্ষীরা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ও সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামের বাসিন্দা সমাজসেবক আব্দুল বারী (৬৪) বুধবার সকাল ৮ টার দিকে মৃত্যুবরন করেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে দেবহাটা সদরের কাপড় ব্যবসায়ী শাহজাহানের নানী ইছা বিবি (৭২) রাত ১২ টার দিকে মৃত্যুবরন করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, সরকারীভাবে তাদের কাছে এ পর্যন্ত ৪৯৮ জনকে করোনা টেষ্ট করে ২৬৮ জন পজেটিভ হয়েছে। তাদের মধ্যে ১৩১ জন হোম আইসোলেশনে আছেন এবং ৭ জন মৃত্যুবরন করেছেন। ডাঃ লতিফ জানান, ২৩ জন, ২০২১ বুধবার ৩০ জনের করোনা টেষ্ট করে ১৪ জন পেজেটিভ রোগী পাওয়া গেছে। বর্তমানে করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করছে উল্লেখ করে ডাঃ লতিফ সবাইকে আরো সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সরকারের সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছেন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার প্রতিদিন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে উল্লেখ করে জানান, লকডাউন বাস্তবায়নে সকল প্রকারের প্রচেষ্টা চালানো হচ্ছে। কিন্তু মানুষের মধ্যে কিছুটা অসচেতনার কারনে লকডাউন বাস্তবায়নে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে তিনি জানান। এছাড়া ইউএনও জানান, উপজেলার প্রতিটি ওয়ার্ডে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, সাংবাদিক, এনজিও প্রতিনিথিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের সমন্বয়ে ওয়ার্ড কমিটির গঠন করে তাদের মাধ্যমে মানুষকে সচেতন করা, মাক্স বিতরন করাসহ নানামুখী প্রচেষ্টা চালানো হচ্ছে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, সরকারের নির্দেশনা বাস্তবায়নে এবং লকডাউন কার্য্যকর করতে পুলিশ সার্বক্ষনিক মাঠে কাজ করছে। এর মধ্যে পুলিশ সুপারের নির্দেশনায় অনেকগুলো যানবাহন আটক করা হয়েছে এবং পুলিশি চেকপোষ্ট বসিয়ে প্রতিনিয়ত চেকিং কার্য্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সাথে সাথে মাক্স বিতরন করাসহ মানুষকে সচেতন করতে পুলিশ সার্বক্ষনিক কাজ করছে বলে ওসি বিপ্লব কুমার সাহা জানান।




Leave a Reply

Your email address will not be published.