সমাজের আলো : দেবহাটা সদর ভূমি সহকারী কর্মকর্তা মুকিমকে চাঁদা না দেওয়ায় আদালতের নির্দেশের তোয়াক্কা না করে ১শ বছরের ভোগ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদ চেষ্টায় অভিযোগ উঠেছে। শনিবার দুপুরের সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেবহারার দাদপুর গ্রামের খোদা বক্সের ছেলে আনারুল ইসলাম। তিনি বলেন আমরা প্রায় ১শ বছর ধরে আমার পূর্ব পুরুষরা দাদপুর মৌজায় আর এস ৫০৯ দাগে বিলান শ্রেণির ০.৪৯ শতক সম্পত্তিতে ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। যা ৯০ এর রেকর্ডের বিলান পরিবর্তিত হয়ে বাস্তু শ্রেণি হয়েছে। ৩য় মুসেফ সাতক্ষীরা আদালতের মানি ৫৬/৬১ নং মোকাদ্দামার মানি জারি ৩২/৬২ নং মোকদ্দমায় ১১৩ ইংরেজী ২১ অক্টোবর‘৬২ তারিখে নিলাম খরিদ এবং ১৬ ডিসেম্বর‘৬২ তারিখের দখলনামা এবং মোকাদ্দমার ০.৪৯ একর জমি বাবদ ৯৪৬/৫৬-৬৬ নং মিস কেসের মাধ্যমে ১৩ মার্চ‘৯৭ তারিখে ৬৬৪ নং রেজিষ্ট্রি কোবলা মূলে ক্রয়কৃত মালিক রাবেয়া খাতুন। রাবেয়ার কাছ থেকে আমি উক্ত সম্পত্তির দেখাশোনার দায়িত্ব পেয়েছি এবং সেখানেই বসবাস করি। নি¤œ আদালত তর্কিক বাদীর অতি: জেলা প্রশাসক (রাজস্ব) স্মরক নং ০৫.৪৪.৮৭০০.০১০.৫৫.০০৫২০২০১৮৭ তে ভিপি ২৩০/৮৭ ভিপি অবমুক্ত কেচে জেলা প্রশাসক সাতক্ষীরা কার্যালয়ের অর্পিত সম্পত্তি শাখায় ২০.০৭.১৯৯৩ তারিখের ১২৭৯ (৫) স্মারকে অবমুক্ত করত পত্রজারি করেছেন, এই সম্পত্তি নিয়ে সহকারী জজ আদালতে এ্যভেটের বাতিলের দেওয়ানি মামলা ১২৬/২১ খারিজ হওয়া আমি জেলা জজ আদালতে দেওয়ানি আপিল ২১/২০২৩ দাখিল করি ১২ মার্চ‘২৩ যা এফিডেভিটের জন্য ধার্যদিন ২৭ জুলাই‘২৩ এর মধ্যে দেবহাটা সদর ভূমি অফিসের সহকারি কর্মকর্তা (নায়েব) মুকিম ওই সম্পত্তির মূল দলিল দেখতে চায় আমি তাকে সকল কাগজপত্র দেখালে সে আমাকে বলে জজকোর্ট ‘তোর জমি দিতে পারবে না, আমি যা বলবো, তাই হবে। ৫০ হাজার টাকা দিতে হবে, তা না হলে ওই সম্পত্তি থেকে উচ্ছেদ করা হবে। এ জমির মালিক আমি এই জমির উপর প্রায় ১শ বছর যাবদ আমার পূর্ব পুরুষরা বসবাস করছে। সেখানে পাকা ঘরবাড়ী নির্মান করে দেবহাটা ভূমি সহকারী কর্মকর্তা মুকিম আমাকে বিনা নোটিশে ঘর ভেঙে সরকারি জমি দখল নেবে মর্মে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। তিনি দুর্নীতিবাজ ভূমি সহকারী কর্মকর্তার কবল থেকে নিজেদের সম্পত্তি রক্ষার্থে সাতক্ষীরা জেলা প্রশাসক (রাজস্ব) মহোদয়কে সরেজমিনে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published.