আশরাফুল ইসলাম : দরজায় কড়া নাড়ছে এসএসসি পরীক্ষা। আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে সারাদেশে অনুষ্ঠিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। আর ঠিক তার আগেই সাতক্ষীরার দেবহাটার উপজেলার জেলিয়াপাড়া ফুটবল মাঠে বসানো হয়েছে সার্কাস প্যান্ডেল। এলাকার চিহ্নিত জুয়াড়ি ও মাদকসেবী কয়েকজনের প্রচেষ্টায় প্রশাসনকে ভুল তথ্য দিয়ে এ সার্কাসের অনুমোদন করা হয়েছে। এর ফলে এলাকায় একদিকে যেমন বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড, ঠিক তেমনি এসএসসি পরীক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে পড়ছে বিরুপ প্রভাব।
খোঁজ নিয়ে জানা গেছে, দক্ষিণ পারুলিয়া গ্রামের আনারুল ইসলাম ওরফে বুড়ো আনারুল ও ইনতুসহ কয়েকজনের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে পারুলিয়া জেলিয়াপাড়া মাঠে মাসব্যাপী সার্কাসের আড়ালে জুয়ার আসর আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। সেসময় প্রশাসনের অনুমতি মিললেও নির্বাচনের কারণে তা বাস্তবায়ন হয়নি। পরবর্তীতে আবারও দৌড় ঝাঁপ করে অনুমতি মেলে। কিন্তু সেখানে অসামাজিক নাচ-গান, জুয়া, মাদকের বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও সার্কাসের আড়ালে এসব গোপন আয়োজনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এদিকে সরেজমিনে দেখা গেছে, গত বৃহস্পতিবার পহেলা ফেব্রুয়ারী রাত থেকে এই সার্কাস শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একদিন পিছিয়ে শুক্রবার থেকে শুরু হয়। গোধূলি বেলা থেকে শুরু হয় সার্কাসের কার্যক্রম। সন্ধ্যা হলেই উচ্চ সাউন্ডে গান সহ চলে মিউজিক। দর্শক আকর্ষণ করতে সেখানে রকমারি আলোক সজ্জা করা হয়েছে। সেই সাথে সার্কাস প্যান্ডেলে দর্শক আকর্ষণ করতে সেখানে মনোরঞ্জন দিতে আনা হয়েছে যশোরের বিশেষ এক পল্লীর নর্তকীদের। এছাড়া চলচ্চিত্রের বাদ পড়া বি গ্রেডের নায়িকা নামধারীদের এনে মাইকিং করে দর্শকদের আকর্ষন বাড়ানো হচ্ছে। তাদের দেহের হেলে দোলা নাচ প্রদর্শন করে গ্রামীণ মানুষদের যৌনতার দিকে ঠেলে দেয়া হচ্ছে। শুধু তাই নয়, এর ফলে এলাকায় বাড়ছে চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড। বুধবার দিবাগত রাতেও পারুলিয়া সোনালী ব্যাংকের নীচের মার্কেটের ৭/৮ টি দোকানে দোকানের সার্টার ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও এই সার্কাসের আড়ালে আয়োজকদের পক্ষ থেকে মাদক ও জুয়ার আসর বসাতে স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে দৌড়ঝাঁপ করা হচ্ছে বলেও সূত্র মতে জানা গেছে। সচেতন মহল বলছেন, ফেব্রুয়ারী যেহেতু ভাষার মাস আর কয়দিন পরে এসএসসি পরীক্ষা শুরু হবে। সেই মুহুর্তে এমন আয়োজন এলাকায় শিক্ষার্থীসহ বসবাসকারী নারী পুরুষের মাঝে বিরুপ প্রতিক্রিয়া ফেলতে পারে। শিক্ষার্থীরা যেমন পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যর্থ হবে, তেমনি এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এছাড়া চুরি, ছিনতায়ের মত ঘটনা বেড়ে যেতে পারে। এমনকি অশ্লীল নাচের প্রভাব এলাকার নারীদের উপর খারাপ প্রভাব পড়বে। তাই পরীক্ষার পূর্ব মূহুর্তে এমন আয়োজন বন্ধ করার দাবি জানিয়েছেন তারা।
এবিষয়ে আয়োজক কমিটির আনোয়ারুল ইসলাম জানান, দর্শকদের জন্য ৮০ টাকা, ১০০ টাকা এবং ১২০ টাকার টিকিট ব্যবস্থা করা হয়েছে। প্যান্ডেলের ভিতরে যাতে অভদ্রতা না হয় সে জন্য ক্যামেরা দেওয়া হয়েছে। অনেক টাকা খরচ করে আয়োজন করেছি। টাকা তোলার জন্য বাকি আয়োজনের চেষ্টা চলছে।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহামুদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, কোন প্রকার জুয়া বা মাদকের বিষয়ে বিন্দুমাত্র ছাড় নেই। কোন ধরনের খারাপ কিছু হলেই আমাকে জানালে সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোন তদবির বা প্রলোভনে কাজ হবে না।
দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, যেহেতু অনুমোদনের বিষয়টি জেলা প্রশাসক মহোদয় দেন। যদি কোন ধরণের অভিযোগ সামনে আসে, তাহলে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *