আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা’র দেবহাটায় তিন নারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদের বাড়ি লকডাউন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৫ এপ্রিল) করোনাক্রান্ত তিন নারীর বাড়ি ১৫ দিনের জন্য লকডাউন ঘোষনা করেছে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। এ সময় উপস্থিতিত ছিলেন, উপজেলা প্রশাসন ও থানার পুলিশ সদস্যসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, এসআই মোজাম্মেল, এসআই মিজানুর রহমান প্রমুখ। এব্যাপারে নির্বাহী অফিসার তাছলিমা আক্তার বলেন, করোনাক্রান্ত ব্যক্তিসহ তাদের পরিবারের কেউ যাতে বাড়ির বাইরে বের না হয় এবং বাইরে থেকে কেউ যেন আক্রান্তদের বাড়িতে প্রবেশ করতে না পারে সেজন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে। ওই তিন নারীর শরীরে করোনা’র উপসর্গ দেখা দিলে ৯ এপ্রিল সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে বুধবার তাদের করোনাক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। করোনাক্রান্তরা হলেন, উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বাবু’র মেয়ে আয়শা (২৩), জগন্নাথপুর গ্রামের মৃত ওহাব সরদারে স্ত্রী জাহানারা বেগম (৭৮) ও তার ভাইয়ের মেয়ে লিমা (২৮)। আক্রান্তরা বাড়িতে রয়েছেন এবং তাদের উপসর্গ থাকলেও সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আব্দুল লতিফ এবং আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব মন্ডল।




Leave a Reply

Your email address will not be published.