দেবহাটা প্রতিনিধি : দেবহাটার পল্লীতে নিজস্ব জমিতে সীমানা প্রাচীর নির্মানে বাধা দেয়ায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও শাঁখরা কোমরপুর এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ শরীফ ইকবাল। অভিযোগ মতে জানা গেছে, আহমেদ শরীফ ইকবালের চন্ডিপুরস্থ পৈত্রিক বাড়িতে দীর্ঘদিন সীমানা প্রাচীর দেয়া ছিল। কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ায় উক্ত প্রাচীরটি জরাজীর্ন হলে তিনি সীমানা প্রাচীরটি সংস্কার করার উদ্যোগ নেন। কিন্তু তার চাচা দেবহাটা কলেজের দূর্নীতির দায়ে অপসারন হওয়া সাবেক অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম শরীফ ইকবালের ভোগ দখলীয় সম্পত্তি জোরপূর্বক দখল করার জন্য উক্ত প্রাচীর নির্মান কাজে বাধা দেন। এ নিয়ে স্থানীয় সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনকে বিষয়টি অবহিত করলে তিনি স্থানীয়ভাবে বিষয়টির সমাধান করে দেন এবং প্রাচীর নির্মান করার জন্য বলেন। যার কারনে শরীফ ইকবাল উক্ত সীমানা প্রাচীর নির্মান কাজ শুরু করলে দূর্নীতিবাজ আনিসুজ্জামান কালাম আবারো উক্ত কাজে বাধা দেন। তখন শরীফ ইকবালের স্ত্রী, পুত্র ও কন্যা আনিসুজ্জামান কালামের এধরনের কাজের প্রতিবাদ করলে আনিসুজ্জামান কালাম, তার ছেলে ইমরান ও স্ত্রী মাসুদা তাদেরকে নানারকম হুমকি প্রদান করে ও অশ্লীল কথাবার্তা বলে। এ বিষয়ে আহমেদ শরীফ ইকবাল দেবহাটা থানায় অভিযোগ দায়ের করেন। শরীফ ইকবাল জানান, আনিসুজ্জামান কালাম দেবহাটা কলেজের অধ্যক্ষ থাকাকালীন সময়ে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কলেজে চাকরি দেয়ার নাম করে, কলেজ ফান্ড থেকে ও কলেজের বিভিন্ন অনুদান থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করেন। এবিষয়ে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশে সরকারীভাবে একটি তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে আনিসুজ্জামান কালামের বিরুদ্ধে ১৮ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রমান পাওয়া যায়। যার কারনে আনিসুজ্জামান কালামকে সাময়িকভাবে অধ্যক্ষের পদ থেকে অব্যহতি প্রদান করা হয়। শরীফ ইকবাল আরো বলেন, আনিসুজ্জামান কালাম তাদের সম্পত্তিগুলো জোরপূর্বক অবৈধভাবে দখল করার জন্য নানারকম অপচেষ্টা চালাচ্ছে। তিনি প্রশাসনের কাছে এধরনের অপকর্মের বিচার দাবী করেন।




Leave a Reply

Your email address will not be published.