সমাজের আলো :দেবহাটা উপজেলা সদরে এক সংখ্যালঘু বিধবা বয়স্ক মহিলার বসত ভিটার পাশর্^বর্তী বাগানে লাগানো বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কেটে বিনষ্ট করা হয়েছে। সোমবার ভোররাতের দিকে বা মধ্য রাতে কে বা কারা অজ্ঞাত ব্যক্তি এই গাছগুলো কেটে বিনষ্ট করে। এ বিষয়ে উপজেলা সদরের মৃত জগন্নাথ মন্ডলের স্ত্রী শোভা মন্ডল বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ মতে জানা গেছে, ইং ২৫/০৪/২২ তারিখ সকাল অনুমান ৭টার দিকে বাদীনি শোভা মন্ডল তার বাগানে যেয়ে দেখতে পান ৬টি মেহগনী গাছ, ২টি আম গাছ, ১টি নারিকেল গাছ ও ৬টি সুপারী গাছের চারা কাটা অবস্থায় আছে। বাদীনি তাৎক্ষনিক বিষয়টি স্থানীয় অনেক গন্যমান্য ব্যক্তি ও ইউপি মেম্বরকে ডোকে দেখান। অভিযোগে তিনি আরো উল্লেখ করেছেন, ইতঃপূর্বে কয়েকদিন আগে একই বাগানের ৬টি মেহগনি গাছ, ১টি নারিকেল গাছ, ২টি আম গাছ ও ৬টি সুপারী গাছ কে বা কারা কর্তন করেছিল। কোন অজ্ঞাতনামা ব্যক্তিরা আর্থিক ক্ষতি করা ও উদ্দ্যেশ্যমূলকভাবে এমন কাজ করছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। পুলিশ অভিযোগ পরবর্তী বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.