আশরাফুল ইসলাম : দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন প্রজেক্টের আওতায় শ্রিম্প ফার্ম ডাটাবেইজ প্রোগ্রামের অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নআওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বাশার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীন জাহান,দেবহাটা ইউপি চেয়ারম্যান আবদুল মতিন বকুল, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা সন্দ্বীপ কুমার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।




Leave a Reply

Your email address will not be published.