সমাজের আলো : সাতক্ষীরার দেবহাটায় স্বামী পরিত্যাক্তা অসহায় নারীকে মারপিটের মামলার আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, দেবহাটা উপজেলার কাম কাটিয়া গ্রামের মৃত মহাদেব মন্ডলের স্বামী পরিত্যাক্ত কনা নমিতা মন্ডল। লিখিত অভিযোগে তিনি বলেন, স্বামী পরিত্যাক্তা হয়ে একমাত্র সন্তানকে নিয়ে একটি ছোট মৎস্যঘের পরিচালনা করে অতি কষ্টে জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু তুচ্ছ ঘটনায় একই এলাকার ধননঞ্জয় মন্ডলের পুত্র অভিশেখ, মৃত. সন্ন্যাসী মন্ডলের পুত্র ধননঞ্জয়, মৃত. সন্ন্যাসীর স্ত্রী পদ্দাবতী, ধননঞ্জয়ের স্ত্রী জয়ন্তীসহ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে হাড়ভাঙা জখম করে। এঘটনায় আমি বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করি। কিন্তু মামলা দায়েরের প্রায় দেড়মাস অতিবাহিত হলেও আসামীরা গ্রেফতার হয়নি। ফলে তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমাকেসহ আমার একমাত্র সন্তানকে খুন জখমের হুমকি প্রদর্শন করে যাচ্ছে। এছাড়া আমার আতœীয় স্বজনদের সন্তানদের অপহরণ সহ বিভিন্নভাবে হয়রানির হুমকি দিচ্ছে। আমি বর্তমানে উল্লেখিত ব্যক্তিদের কারনে জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। একজন অসহায় স্বামী পরিত্যাক্ত নারীকে মারপিটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *