আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় হিরো নিলয় মটরসের আয়োজনে হিরো নিলয় মটরস হিরো মটর সাইকেলের জেনুইন পার্টসের টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রাম ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ ডিসেম্বর, ২১ ইং) তারিখ দিনব্যাপী দেবহাটার নান্দনিক পিকনিট স্পট রুপসী ম্যানগ্রাভ ফরেস্টে টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রাম ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটার পারুলিয়াস্থ আলআমিন অটো পার্টস, সাতক্ষীরার আয়োজনে হিরো নিলয় মটরস হিরো মটর সাইকেলের জেনুইন পার্টসের টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রামে অন্যান্যের মধ্যে হিরো নিলয় মটরসের যশোর রিজিয়নের টেরিটরি ম্যানেজার আবু আহাদ প্রিন্স, হিরো নিলয় মটরসের যশোর রিজিয়নের টেরিটরি ম্যানেজার শরিফুল ইসলাম, হিরো নিলয় মটরসের পারুলিয়া আলআমিন মটরসের মালিক হাফিজুল ইসলাম, দেবহাটার সিনিয়র সাংবাদিক ও শিক্ষানবীশ আইনজীবি আর.কে.বাপ্পা, দেবহাটার বিভিন্ন মোটর সাইকেল ওয়ার্কসপের মালিকদের মধ্যে শিমুল হোসেন, রিয়াজুল ইসলাম, মাহফিজুর রহমান মাহফিজ, আকবর হোসেন, আজগার আলী, আজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত হিরো নিলয় মটরস হিরো মটর সাইকেলের জেনুইন পার্টসের টেকনিশিয়ান রিলেশনশিপ প্রোগ্রাম ও বনভোজনে দেবহাটার বিভিন্ন এলাকার ৫০ জন উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.