সমাজের আলো। ।দেবহাটা উপজেলার শাঁখরা কোমরপুরে এক পাগলীর সন্তান হয়েছে। রাতের আঁধারে সন্তানসম্ভবা এক পাগলি মায়ের প্রসববেদনায় চিৎকার ভারি করে তুলছিল শাখরা-কোমরপুর বাজার। রাতে নির্জন জায়গা থেকে চিৎকারের ছুটে গিয়েছিলেন কিছু মানুষ। এলাকাবাস ধাত্রী আকলিমাকে খবর দেন। তারপর বৃহস্পতিবার রাত ৯টায় দিকে পাগলীটির একটি ফুটফুটে পুত্র সন্তান জম্ম হয়। স্থানীয়দের মতে, পাগলীটি ৫-৬মাসের মত শাখরা বাজারে আছে এবং বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করতেন। পাগলীর কাছে তার পরিচয় জানতে চাইলে একবার বলছে মৌলভীবাজার, আবার বলছে হবিগঞ্জ। স্বামীর নাম বলছে শুকুর আলী। সে বলছে তার নাকি আরো দুইটি কন্যা সন্ত্রান আছে। যাদের নাম ফুরফুরি আর সীমা। সে আবারও বলছে তার বাড়ি থানা সায়েস্তাগঞ্জ এবং গ্রাম বলছে মলাটি। বর্তমানে মা ও শিশুটি সুস্থ আছেন। পাগলীটি বাচ্চাটির নাম রেখেছে মাসুম বিল্লাহ (রাজপুত্র)। এদিকে বাচ্চাটি নেওয়ার জন্য অনেক লোকজন ছুটে আসছেন কিন্তু হাল ছাড়ছেন না পাগলীটি। সন্তানকে বুকের ভিতরে আগলে রেখে বসেই আছে। তবে পাগলীর অস্বাভাবিক আচরণে শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে এলাকাবাসী। বর্তমানে জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফার আর্থিক সহযোগীতায় পাগলী ও তার বাচ্চাটি দেখাশুনা করছে ধাত্রী আকলিমা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *