আশরাফুল ইসলাম : দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ২০২০ এ ভূষিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য ব্যবস্থা গঠনের ৬ টি মূলনীতিকে প্রধান কাঠামো বিবেচনায় নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস কর্তৃক প্রান্তিক পর্যায়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত এবং স্নাতকোত্তর হাসপাতাল সমূহ থেকে সংগৃহীত তথ্য ও উপাত্ত সমূহের ভিত্তিতে প্রতিবছর এই জাতীয় পুরষ্কারের আয়োজন করা হয়। সেই আলোকে ৩১ মার্চ, ২০২২ ইং বৃহষ্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলানয়তনে অনুষ্ঠিত হয় “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ২০২০”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানসমূহের কর্মদক্ষতা মূল্যায়ন, মর্যাদাক্রম নির্ণয় ও সেই অনুযায়ী পুরস্কার প্রদানের মাধ্যমে সকলকে পেশাদারিত্বে উদ্বুদ্ধ করা ও উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে ২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় হেলথ সিস্টেম স্ট্রেষ্টদেনিং কার্যক্রম চালু করা হয়।
এই মূল্যায়ন ব্যবস্থায় চারটি স্বতন্ত্র টুল ব্যবহার করা হয়েছে। যার প্রথমটি হল, অনলাইন নিরীক্ষণ, দ্বিতীয়- মাঠপর্যায়ে পর্যবেক্ষণ, তৃতীয়- সরেজমিন মূল্যায়ন যা শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহ বাছাই এবং স্বাস্থ্য ব্যবস্থার অপূর্ণতা খুঁজে পাওয়ার জন্য মূল্যায়নকারীদের দ্বারা সংক্ষিপ্ত তালিকাভুক্ত কেন্দ্রের জন্য ব্যবহৃত হয় ও চতুর্থ টুলসটি হল- রোগীর সন্তুষ্টি জরিপ যা সংক্ষিপ্ত তালিকাভুক্ত স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের বাস্তবিক বা সরেজমিন মূল্যায়নসহ একই সাথে পরিচালিত হয়। প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য সেপ্টেম্বর থেকে আগস্ট মাসের মাসিক স্কোরের উপর ভিত্তি করে বার্ষিক স্কোর প্রস্তুত করা হয়। সেই হিসেবে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ৮ টি শীর্ষ উপজেলা হেলথ কমপ্লেক্স (বিভাগীয়) এর মধ্যে দেবহাটা উপজেলা হেলথ কমপ্লেক্স ৪র্থ স্থান অধিকার করে। দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেকের নিকট থেকে সেই পুরষ্কার গ্রহন করেন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ বিপ্লব কুমার মন্ডল। কাজের এই স্বীকৃতি পেয়ে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন স্বীকৃতি পেলে কাজের উৎসাহ আরো বাড়ে। এই ধারাবাহিকতা যাতে আগামীতেও ধরে রাখা যায় সেজন্য তিনি হাসপাতালের সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানান। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এমন একটি সম্মানের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওসহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *