আশরাফুল ইসলাম, দেবহাটা প্রতিনিধি :  দেবহাটা থানার আয়োজনে করোনাকালীন অসহায় ভ্যান চালকদেরকে ত্রান বিতরন করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় থানার সম্মুখে দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার উদ্যোগে ও এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবুল কাশেমের অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ভ্যান ও ইজিবাইক চালকদের মাঝে এই বিতরন করা হয়। দেবহাটা থানার ওসি (তদন্ত) ফরিদ আহমেদের সভাপতিত্বে সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরীর সঞ্চালনায় উক্ত ত্রান বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে ওসি বিপ্লব সাহা বলেন, এই মহামারি করোনার দ্বিতীয় ধাপে মানুষ বড় অসহায় জীবন যাপন করছে। কঠোর লকডাউনের কারনে জীবনের প্রয়োজনে মানুষ অসহায়। এই মহামারির কারনে সরকারী কঠোর বিধি নিষেধ আমাদেরকে মেনে চলতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবেনা এবং বাইরে আসলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। ওসি বলেন, সেই সব অসহায় মানুষদের কিছুটা সহযোগীতার হাত বাড়াতে এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। অনেকের বাড়িতেও খাবার পৌছে দিয়ে আসা হচ্ছে। ওসি এসময় এনসিসি ব্যাংকের সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ¦ আবুল কাশেমকে ধন্যবাদ জানিয়ে অসহায় মানুষদের সাহায্যর্থে সাধ্য অনুযায়ী এগিয়ে আসার আহবান জানান। এসময় দেবহাটা থানার এসআই আবু হানিফ, এসআই আসিফ মাহমুদ, এসআই শামীম হোসেন, এসআই হাফিজ মাহবুব, এসআই নুর মোহাম্মদ, এসআই আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১ শত জন অসহায় ভ্যান ও ইজিবাইক চালককে ত্রান বিতরন করা হয়।



Leave a Reply

Your email address will not be published.