দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের সহকারী তহশীলদার আব্দুল মকিতের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানি, অবৈধ সুবিধা আদায় ও সরকারী স্বাভাবিক দৈনন্দিন কাজ না করার বিষয়ে বিস্তর অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া তিনি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দে উপজেলা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ সুবিধা নিয়ে প্রকৃত ভূমিহীন ও গৃহহীন না হওয়া সত্ত্বেও কয়েকজনকে আশ্রয়ন প্রকল্পের ঘর বরাদ্দ দিয়েছেন। এসব বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা প্রশাসনকে জানালে সরেজমিনে তদন্ত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উক্ত আশ্রয়ন প্রকল্প থেকে একজন মহিলার ঘর বরাদ্দ বাতিল করে তাকে ঘরটি খালি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উপরোক্ত বিষয়ে উক্ত সহকারী তহশীলদার আব্দুল মকিতকে কারন দর্শানো নোটিশ জারি করেছেন। ভুক্তভোগী ও সেবা প্রার্থীদের বরাত দিয়ে জানা গেছে, আব্দুল মকিত গত কয়েক মাস আগে দেবহাটা সদর তহশীল অফিসে সহঃ তহশীলদার হিসেবে যোগদান করেন। ইউনিয়ন তহশিলদার অরুন কুমার অসুস্থ থাকার কারনে উক্ত আব্দুল মকিত সরকারী দাপ্তরিক কাজ করে থাকেন। কিন্তু যোগদান পরবর্তী তিনি কোন সেবা প্রার্থীদের সাথে ভাল ব্যবহার করেননা। সরকারী খাজনা পরিশোধ বা নামজারিসহ বিভিন্ন কাজে সাধারন মানুষ গেলে অহেতুক তাদেরকে দিনের পর দিন সময়ক্ষেপনের সাথে সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এমন অভিযোগ করেছেন অসংখ্যা সাধারন মানুষ। গত সপ্তাহে তিনি কোন খাজনা গ্রহন করেননি। মানুষ খাজনা দিতে গেলে তাদেরকে বলেছেন তিনি ইউএনও স্যার কাজ দিয়েছেন সেই জরুরি কাজে ব্যস্ত। এখন কোন খাজনা নিতে পারবেননা। তবে এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন, সরকারী কাজ দেয়া হয়েছে তাই বলেতো দাপ্তরিক দৈনন্দিন কাজ বন্ধ থাকবেনা। সরকারী জরুরি কাজের সাথে অবশ্যই দৈনন্দিন কাজ করতে হবে। এছাড়া উক্ত সহঃ তহশীলদার আব্দুল মকিত গত কয়েকমাস আগে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ভারতে সরকারী প্রশিক্ষনে গেলে আব্দুল মকিত ফাকা মাঠে বিভিন্ন মানুষের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে আশ্রয়ন প্রকল্পে জমিজায়গা আছে এমন মানুষদেরকে ঘরে উঠিয়ে দেন। যেটা সরকারী নীতিমালার বিপরীত। পরে উপজেলা নির্বাহী অফিসার প্রশিক্ষন শেষে ফিরে এসে এসব বিষয়ে অভিযোগ পেয়ে দেবহাটা এসি ল্যান্ডকে সরেজমিনে তদন্তে পাঠান। এসি ল্যান্ড তদন্ত করে সখিপুর আশ্রয়ন প্রকল্পে এমন অভিযোগের সত্যতা পান। যার কারনে সেখান থেকে একজন মহিলাকে উক্ত আশ্রয়ন প্রকল্পের ঘর বাতিল করেন। এসকল বিষয়ে উপজেলা ভূমি অফিস দেবহাটা থেকে ৩১.৪৪.৮৭০০.৪৩.০০৩.০১৬.২০২১-২০০ নং স্মারকে উক্ত সহঃ তহশীলদার আব্দুল মকিতকে শোকজ নোটিশ প্রেরন করেন। বর্তমানে সেবা প্রার্থীদের দাবি বর্তমান সরকার যেখানে সকল সেক্টরের পাশাপাশি ভূমি ব্যবস্থাপনা আইন সহজীকরন এবং সেবা প্রার্থীদের সেবা প্রদান সহজ করছেন সেখানে একজন সহকারী তহশীলদারের দ্বারা এধরনের হয়রানি ও অসৌজন্যমূলক আচরন খুবই খারাপ। সাধারন মানুষ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।




Leave a Reply

Your email address will not be published.