সমাজের আলো: নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের ঘটনার মূল হোতা দেলোয়ারের নামে গড়া বাহিনীর ২০ ক্যাডার এখন লাপাত্তা। তাদের নানা অত্যাচার-নির্যাতনে অতিষ্ঠ ছিল এলাকার মানুষ।প্রভাবশালীদের ছত্রছায়ায় টাকার বিনিময়ে টেন্ডারবাজদের সহযোগিতা করা, মাদক ব্যবসা, ইভটিজিং ও বিভিন্ন সেক্টর থেকে চাঁদাবাজি করতো এই ক্যাডাররা। এ চক্রের কাছে গোটা এলাকা ছিল জিম্মি। বেগমগঞ্জ থানা পুলিশের কিছু সদস্য তাদের এই কাজে সহযোগিতা করতো বলে অভিযোগ রয়েছে। এই বাহিনীর সদস্যদের সঙ্গে যারা কোনো রকম বিরোধে জড়িয়েছেন তাদের অনেকের জীবনে নেমে এসেছে নানা অত্যাচার। অনেকেই এলাকা ছাড়া হয়েছেন তাদের অত্যাচারে। এছাড়াও তাদের এই অপকর্ম এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রভাবশালীরা এলাকায় তাদের নিজস্ব বলয় বিস্তার করার জন্য এ গ্যাং চক্রের সদস্যদের অর্থের বিনিময়ে লালন-পালন করতেন।

