সমাজের আলো: সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মদপানে মৃত্যু বেড়েই চলছে। প্রতীকী ছবি একত্রিশ জানুয়ারির মধ্যরাত। বগুড়া শহরের তিনমাথা এলাকায় ঋষি (মুচি) পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান। চলছে আমন্ত্রিতদের হই-হুল্লোড়। অতি উৎসাহীরা পার্শ্ববর্তী এক হোমিও দোকান থেকে কিনে নিয়ে এলেন অ্যালকোহল। পানাহারের পর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন একই পরিবারের রামনাথ, প্রেমনাথ, সুমন রবিদাস ও রবিনাথ। ভোরে অবস্থা বেগতিক দেখে তাদের নিয়ে যাওয়া হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, সুমন মারা গেছে। সেই বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত সুমনই শুধু নয়, সেই রাতেই অতিরিক্ত অ্যালকোহল ও মদপানে বগুড়া শহরের পুরান বগুড়া, ভবেরবাজার, কাটনাপাড়া ও ফুলবাড়ীতে পৃথক মদপানের ঘটনায় মোট ৬ জনের মৃত্যু হয়। সুমন ছাড়া মৃত অন্য ৫ জন হলেন- ভবেরবাজারের হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন, পুরান বগুড়া এলাকার রাজমিস্ত্রি রমজান আলী, কাটনারপাড়ার শ্রমিক সাজু মিয়া, বাবুর্চি মোজাহার আলী ও ফুলবাড়ীর শ্রমিক পলাশ। তাদের মধ্যে রমজান ও আলমগীর তাদের বাড়িতেই মারা যান। মদপানে অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির। এ তো গেল বগুড়ার কথা। শুধু এ শহরেই নয়, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মদপানে মৃত্যু বেড়েই চলছে। বছরের প্রথম মাসেই মদপানে মৃত্যু হয়েছে অর্ধশতাধিক নারী, পুরুষ ও কিশোরের। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছাত্র সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ ও বিষাক্ত ছাড়াও অতিরিক্ত মদপানকে দায়ী করা হচ্ছে। পুলিশের একাধিক কর্মকর্তা জানান, করোনার কারণে বিদেশি মদের সরবরাহ অনেক কমে গেছে। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বিদেশি মদ বলে হাতে তৈরি মদ বিক্রি করছে। এ ধরনের মদই মৃত্যুর প্রধান কারণ হতে পারে বলে তারা মনে করছেন। গত ২৮ জানুয়ারি রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘ব্যাম্বু স্যুট’ রেস্টুরেন্টে মদপান করেন পাঁচ বন্ধু। এতে অসুস্থ হয়ে পড়েন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাহ চৌধুরী ও তার বন্ধু আরাফাত। তাদের মধ্যে শুক্রবার হাসপাতালে মৃত্যু হয় আরাফাতের। তাদের আরেক বন্ধু অসিম খান ঘটনার পরদিন ফারাহকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুদিন লাইফ সাপোর্টে থাকার পর গত রবিবার মারা যান ওই শিক্ষার্থী। ফারাহ চৌধুরীর মৃত্যুর ঘটনায় পুলিশ বলছে, মেয়েটির মৃত্যুর আগে রাতে তাকে অতিরিক্ত মদপান করিয়ে ধর্ষণ করা হয়েছে। আর সংশ্লিষ্ট হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক বলছেন- ধর্ষণ নয়, অতিরিক্ত মদপানেই মৃত্যু হয়েছে ফারাহর। পোস্টমর্টেম রিপোর্টে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।




Leave a Reply

Your email address will not be published.