সমাজের আলোঃ মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাপানি ভাষা ও জাপানি ভাষাসহ কেয়ার গিভার এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) বেলা ১১টায় বিনেরপোতায় প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, এ মাস আমাদের গর্বের ও অহংকারের মাস। কারণ এ মাস জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাস ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তির মাস। করোনা বিশ^কেকে এলো মেলো করে দিয়েছে।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র সিনিয়র ইন্সট্রাক্টর মো. আনারুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ। জাপানি ভাষা ও জাপানি ভাষাসহ কেয়ার গিভার এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন এমপি রবি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র সিনিয়র ইন্সট্রাক্টর মো. আনারুল ইসলাম।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *