রবিউল ইসলাম সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগর উপজেলা কৈখালী ইউনিয়নের কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত একটি ড্রেজিং মেশিন জব্দ করে, নিলামে বিক্রি করে দিয়েছে। ঘটনাটি ঘটেছে ২৯ শে অক্টোবর কৈখালী ইউনিয়ন এর জাদা গ্রামে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার কাঠামারী এলাকার হাবিবুর রহমানের ড্রেজার মেশিন টি জব্দ করে ৪৭ হাজার ৫০০ টাকায় নিলামে বিক্রি করা হয়। এর আগে জাদা এলাকার প্রায় তিন কিলোমিটার পাকা সড়ক নির্মাণের অজুহাতে পাতড়াখোলা গ্রামের নুরুল ইসলাম ও কাঠামারী গ্রামের হাবিবুর রহমান দুটি পৃথক ড্রেজার মেশিন নিয়ে রাস্তা সংলগ্ন এলাকার কৃষি কৃষি জমির প্রায় ৭০ ফুট গভীর থেকে বালু উত্তোলন করেছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকায় তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ করে। ২৮ অক্টোবর সংবাদ প্রকাশের নুর ইসলাম তার মেশিনটি পাশের একটি বাড়িতে সরিয়ে নেয় কিন্তু হাবিবুর রহমান পুনরায় ২৯ অক্টোবর সংলগ্ন এলাকা হতে বালু উত্তোলনের চেষ্টা করলে স্থানীয়দের মাধ্যমে তথ্য পেয়ে উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে পৌঁছে গ্রাম আদালত পরিচালনা করেন। অফিস সূত্রে জানা যায়, ২৯.১০.২০২০খ্রি.তারিখে শ্যামনগর উপজেলাধীন কৈখালী ইউনিয়নের যাদা নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলণ করার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে পৌছার সাথে সাথে অবৈধভাবে বালু উত্তোলনকারীগণ পালায়ন করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালীন সময় জানা যায় জনাব মোঃ আব্দুল মান্নান গাজী, পিং- মৃত জুম্মান গাজী, সাং- কাঠামারী পরানপুর, শ্যামনগর কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলণ করছে । ঘটনাস্থলে কাউকে না পাওয়ার কারণে অবৈধভাবে বালু উত্তোলন করার ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। জব্দকৃত ড্রেজার মেশিনটি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শেখ আব্দুর রহিম, বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ, গ্রাম পুলিশসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রকাশ্যে নিলাম ডাক ঘোষনা করা হয়। উক্ত নিলামে স্থানীয় ও কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ব্যবসায়ীগণ এ প্রকাশ্য নিলামে অংশ গ্রহণ করেন। নিলামে অংশ গ্রহণকারীদের মধ্যে হতে সবোর্চ্চ ডাকে মোঃ সিরাজুল ইসলাম, পিং- মোজারুল হক, সাং- যাদবপুর (যাদা) তিনি ৪৭,৫০০/- টাকায় উক্ত ড্রেজার মেশিনের নিলাম ক্রয় করেন।




Leave a Reply

Your email address will not be published.