সমাজের আলো : আসন্ন দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকৌশল ঠিক করার লক্ষ্যে মতামত জানতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হাইকমাণ্ডের সঙ্গে দ্বিতীয় দিনের মতো রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, সহ-সম্পাদক, সিনিয়র যুগ্ম মহাসচিব ও যুগ্ম মহাসচিব পর্যায়ের নেতারা।বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে দ্বিতীয় দিনের মতো এ রুদ্ধদ্বার বৈঠকে বসলেন দলটির শীর্ষ নেতারা।এর আগে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) প্রথম দিনের মতো বিএনপির হাইকমান্ডের সঙ্গে রুদ্ধদ্বার এ বৈঠকে বসেন তারা।

বিএনপির একটি সূত্র বলছে, আলোচনায় উঠে আসে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, সংগঠন পুনর্গঠন ও আগামী আন্দোলনের কর্মকৌশল কী হবে।বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা সময় সংবাদকে জানান, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার পক্ষে হাইকমান্ডের কাছে মতামত তুলে ধরেছেন তারা। এমনকি দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার কেমন হবে এবং সেই সরকারের অধীনে বিএনপি অংশ নেবে কিনা; সেসব বিষয়ে উঠে আসে তাদের বক্তব্যে। একই সঙ্গে নির্বাচনকালীন নির্দলীয় সরকার এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি আদায়ে কার্যকর ব্যবস্থা নিতে পরামর্শও দিয়েছেন তারা।তবে সবার আগে জোর দেওয়ার তাগিদ দিয়েছেন, দলীয় প্রধান বেগম জিয়ার মুক্তির বিষয়ে। সেক্ষেত্রে আন্দোলনের বিকল্প নেই বলেও মতামত তুলে ধরেন নেতারা।




Leave a Reply

Your email address will not be published.