সমাজের আলো : টেস্ট চ‍্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্রে শুরু হচ্ছে বাংলাদেশের অভিযান। চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হয়েছে মুমিনুল হকের দল।বাংলাদেশের হতাশার সেশনসাইফ হাসানই কেবল আউট হয়েছেন ভালো একটি ডেলিভারিতে। বাকি তিনটি উইকেটই এড়ানো যেত। ব‍্যাটসম‍্যানরা তা করতে পারলেন না বলে চট্টগ্রাম টেস্টের প্রথম সেশন হলো বাংলাদেশের জন‍্য ভীষণ হতাশার।জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম সেশন একটু সহায়তা ছিল বোলারদেরও। পেসাররা একটু বাড়তি বাউন্স পেয়েছেন। স্পিনারা কিছুটা টার্ন পেয়েছেন। তাদের দুয়েকটা বল নিচুও হয়েছে।তবে সাইফকে চমকে দেওয়া শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ছাড়া অস্বস্তি জাগানো ডেলিভারি খুব বেশি হয়নি। সাদমান ইসলাম ফিরেন এলবডিব্লউ হয়ে। বলের লাইনে যেতে পারেননি তিনি, জায়গা থেকেও খুব একটা নড়েননি। এর আগেও হাসান আলির এমন এক ডেলিভারি ঠিক এভাবেই খেলেছিলেন বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান। পাকিস্তান রিভিউ না নেওয়ায় এলবিডব্লিউ হননি। সেই ভুল থেকে শিখেননি সাদমান।

অফ স্টাম্পের বাইরে পড়ে আরও বেরিয়ে যাওয়া বল তাড়ার কোনো দরকার ছিল না মুমিনুল হকের। অফ স্টাম্পের বাইরে আপাত সাদামাটা এক ডেলিভারিতে ক‍্যাচ দেন নাজমুল হোসেন শান্ত। যেটি অনায়াসে ছেড়ে দিতে পারতেন। ঠিক মতো খেললে হতে পারত বাউন্ডারিও।দুই ঘণ্টায় দুটি করে উইকেট হারানো বাংলাদেশ শেষ ৭০ বলে হারায়নি কোনো উইকেট। মুশিফকুর রহিম ও লিটন দাস খেলছেন আস্থায়।মধ‍্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ৬৯ রান। লিটন ৩২ বলে খেলছেন ১১ রানে, ৪০ বলে মুশফিকের রান ৫।এই মাঠে তৃতীয়বারের মতো প্রথম দিনের প্রথম সেশনে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। আগের দু্ইবার অস্ট্রলিয়া ও পাকিস্তানের বিপক্ষে হেরেছিল তারা।

 




Leave a Reply

Your email address will not be published.